OMG! কী নির্লিপ্ত স্বীকারোক্তি! বস লেটে ছাড়ায় জুনিয়র যা করল…..ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : অতিরিক্ত দেড় ঘন্টা কাজ করতে হয়েছে অফিসে। তাই পরের দিন দেড় ঘন্টা দেরিতে অফিসে ঢুকবেন। এরকমই একটি মেসেজ নিজের বসকে পাঠালেন এক কর্মী। এই মেসেজটির স্ক্রিনশট আগুনের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আয়ুষী দোশী (Adv Ayushi Doshi) নামে এক আইনজীবী এই স্ক্রিনশটটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আয়ুষী দোশীর (Adv Ayushi Doshi) ভাইরাল পোস্ট

এই বার্তাটি আয়ুষীকে (Adv Ayushi Doshi) পাঠিয়েছেন তাঁরই এক অধস্তন কর্মী। স্ক্রিনশট শেয়ার করার সাথে সাথে এই আইনজীবী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও এই আইনজীবীর সোশ্যাল মিডিয়া ভাইরাল (Viral) পোস্টটিকে নিয়ে শুরু হয়েছে জলঘোলা। অনেকে আয়ুষীর ভাবনাকে সম্মান জানালেও, অনেকেই কথা বলেছেন তাঁর বিরুদ্ধে।

Adv Ayushi Doshi

আয়ুষী মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করে লিখেছেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না আমার অধস্তন কর্মী আমাকে এটা পাঠিয়েছে। এখনকার ছেলেমেয়েরা অন্য রকম। অফিসে একটু বেশি সময় ছিল বলে সেই ‘ভুল’ শোধরানোর জন্য পরের দিন দেরি করে অফিস আসার কথা লিখেছে। কী সুন্দর চাল! আমি ভাষা হারিয়েছি।’’ তারপর এই আইনজীবী আরো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন।

আরোও পড়ুন : ‘সরিয়ে দিতে বলুন, নাহলে…’! চরম ক্ষুব্ধ বিচারপতি! এবার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন কেন একজন কর্মীকে অফিসে দেড় ঘন্টা অতিরিক্ত সময় থাকতে হবে সেই নিয়েও। তাদের উদ্দেশ্যে তিনি নিজের সমর্থনে লেখেন, ‘‘যাঁরা আমার পোস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, তাঁদের সকলের কাছে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই। আমার ওই কর্মীকে একটা কাজ সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল। যার জন্য কমপক্ষে একটি দিন লাগত।”

পাশাপাশি ওই অ্যাডভোকেটের (Advocate) কথায়, “কাজের সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কিন্তু তিনি তার মধ্যে কাজ শেষ করতে না পারার কারণে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় দিতে হয়েছিল। সমস্যা হল যে, ওই কর্মী কাজের প্রতি মনোনিবেশ করার পরিবর্তে তাঁর ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। যখন কোনও কাজের সময়সীমা থাকে, সে ক্ষেত্রে অতিরিক্ত কাজ করতে হতেই পারে।’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর