বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া (Social Media) আর ইন্টারনেটে কিছু মানুষের কার্যকলাপ হামেশাই শিরোনামে চলে আসে। সম্প্রতি মামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বারাণসীর জওহর নগর এক্সটেনশনের সংসদীয় কার্যালয়ের সাথে যুক্ত।
কিছু দুষ্ট মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কার্যালয়ের ছবি অনলাইন সামগ্রী কেনা-বেচার ওয়েব সাইট OLX-এ পোস্ট করে সেটির দাম সাড়ে সাত কোটি টাকা নির্ধারণ করে। বিজ্ঞাপনটি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর OLX সেটিকে হটিয়ে দেয়।
OLX-এ প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কার্যালয়ের ছবির সাথে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিক্রেতার নাম লক্ষ্মীকান্ত ওঝা লেখা ছিল। বিজ্ঞাপনে লেখা ছিল ৬ হাজার ৫০০ স্কোয়ার ফুট দ্বিতল ভবনটি পার্কিং লটের সাথে বিক্রি আছে। এর সাথে সাথে সেখানে PMO কার্যালয় বারাণসী লেখা ছিল। যদিও, বিক্রেতার মোবাইল নম্বরে ফোন করা হলেও ফোন রিসিভ করেনি কেউই।
এই ঘটনার পরিপেক্ষিতে কাশী বিজেপির সভাপতি মহেন্দ্র চন্দ্র শ্রীবাস্তব বলেন, যেই ভবনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কার্যালয় খোলা হয়েছিল, সেটি বিজেপির সম্পত্তি না। সেটি ভাড়া নেওয়া হয়ছিল। বাড়ির মালিকের তরফ থেকে ভবনটি বিক্রি করার জন্য আমাদের কোনও খবর দেয়নি।