বিচারপতিদের শপথে এলেন না অ্যাডভোকেট জেনারেল! হঠাৎ কী হল? ‘কারণ’ ফাঁস হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ নতুন তিন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার আইন অনুযায়ী নবনিযুক্ত বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ওম নারায়ণ রাই ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রকে শপথবাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam)। হাইকোর্টের এক নম্বর কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিনের এই অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত (Kishore Datta)।

হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন এলেন না এজি?

গতকাল নবনিযুক্ত তিন বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের বাকি বিচারপতিরা। তবে দেখা যায়নি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। তিনি কেন এলেন না? তার সম্ভাব্য কারণ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের অনুমান, বক্তা তালিকায় রদবদলের জন্যই এজি আসেননি।

বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে সাধারণত প্রথম বক্তা হিসেবে নাম থাকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (Advocate General)। তবে এবার প্রথম বক্তা হিসেবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের নাম ছিল। এই কারণেই গতকালের অনুষ্ঠানে এজি অনুপস্থিত ছিলেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! ২০২৫-এ কতদিন মিলবে গরমের ছুটি? বিজ্ঞপ্তি জারি পর্ষদের

জানা যাচ্ছে, বিচারপতিদের শপথগ্রহণের মতো অনুষ্ঠান আয়োজন করে থাকে হাইকোর্ট প্রশাসন। তবে সেখানে কে কখন বলবেন তা ঠিক করার দায়িত্ব থাকে বার অ্যাসোসিয়েশনের ওপর। এবার বারের সম্পাদক পদ BJP-র সমর্থনে গিয়েছে। এরপরেই উল্লেখযোগ্যভাবে বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তা তালিকায় রদবদল চোখে পড়ল।

Calcutta High Court

আইনজীবীদের একাংশের কথায়, অ্যাডভোকেট জেনারেল (AG) হল সাংবিধানিক পদ। সেই অনুযায়ী বক্তা তালিকায় প্রথম নাম তাঁরই থাকা উচিত। এতদিন অবধি অনুষ্ঠানে বক্তাদের তালিকায় তাঁর নামই থাকতো। তবে এবার দেখা গেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের নাম।

এই বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের মত, রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি অনুসারে অ্যাডভোকেট জেনারেলের ওপর অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের অবস্থান। এই সিদ্ধান্তের পরেই হাইকোর্টের (Calcutta High Court) সব অনুষ্ঠানে রাজ্যের এজি উপস্থিত না থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর