অবিলম্বে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ করা দরকার! হাইকোর্টে এজি-র মন্তব্যে ধোঁয়াশা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিস্ফোরক মন্তব্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার মতে “অবিলম্বে গোটা রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হওয়া বন্ধ করা উচিত।” এমনই মন্তব্য এদিন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে করলেন সৌমেন্দ্রবাবু। পরে তিনি অবশ্য স্পষ্ট করেছেন যে তাঁর এই মত সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত।

ঠিক তিন মাস আগে রাতের অন্ধকারে আনিস খানের বাড়িতে তল্লাশি অভিযানে চালিয়েছিল পুলিস। কিন্তু পুলিশের সেই অভিযানে তাদের সঙ্গে ছিল বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারও। সেই তল্লাশি নিয়ে আনিস খানের পরিবারের তরফ থেকে আপত্তি জানানো হয়। তাদের দাবি ছিল যে সেই সময় পুলিস তাদের বাড়িতে উপস্থিত হয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আনিস খানকে, যার জন্য তার মৃত্যু হয়।

এদিন আদালতে পুলিসের বিরুদ্ধে হত্যা বা খুনের অভিযোগ খারিজ করে দেন অ্যাডভোকেট জেনারেল। সেই সঙ্গে এটাও স্বীকার করে নেওয়া হয় যে, সেদিন রাতে ভিকটিমের বাড়িতে তল্লাশি আইন অনুযায়ী হয়নি। তারপর মামলার বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্নের জবাবে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দেন তিনি। যদিও সেটি তার ‘ব্যক্তিগত’ মত বলেই দাবি করেন এজি।

এজির সাথে সহমত পোষণ করে বিচারপতি রাজাশেখর মান্থাও। তিনিও বলেন যে সিভিক ভলেন্টিয়ারদের সঠিক ট্রেনিং ও দায়িত্বজ্ঞানের অভাব রয়েছে। তার মূল কারণ হল এরা চুক্তিভিত্তিক কর্মী। এর আগেও রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানানরকম অভিযোগ প্রকাশ্যে এসেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর