অধীরদের দোষারোপ, কংগ্রেস ছেড়ে কী তবে বিজেপিতে? জল্পনা বাড়ালেন খোদ কৌস্তভ

বাংলা হান্ট ডেস্ক : জল্পনা সত্যি করে কংগ্রেস (Congress) ছাড়লেন বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। ইতিমধ্যেই তার মেইল পৌঁছে গেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে। তবে কি নির্বাচনের আগেই দল বদলাবেন কৌস্তভ? জল্পনা তুঙ্গে।

এমনিতে কৌস্তভ আর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। বহুবার একত্রে দেখা গেছে তাদের। দিনকয়েক আগেই আইনজীবীর বাড়ির পুজোতেও শামিল হয়েছিলেন বিরোধী দলনেতা। তারপর থেকেই কৌস্তভের দলবদলের জল্পনা ছিল তুঙ্গে। সূত্রের খবর, এইদিন ই-মেল মারফত তিন পাতার একটি চিঠি কংগ্রেস সভাপতির কাছে পৌঁছে দেন কৌস্তভ। জানিয়েছেন দল ছাড়ার কারণও‌।

রাজনীতি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আতৃমসম্মান খুইয়ে দল করার থেকে দলকে বিদায় বলাটাই শ্রেয় মনে করছেন কৌস্তভ। অন্তত তার চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। নিজের মস্তক মুণ্ডন করে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার প্রতিজ্ঞা তিনি আজও ভোলেননি। তবে রাজনীতি যে ছাড়বেননা সেটাও স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী।

আরও পড়ুন : ‘মন্ত্রীরা তো ভয়ে ঢুকলই না’, তবে কোথায় গেছিলেন পার্থ-সুজিত? সন্দেশখালির মহিলাদের কথায় শোরগোল

koustav bagchi

এইদিন আইনজীবী নিজের সিদ্ধান্তের বিষয়ে বলেন, ‘আমাকে হয়তো এখন অনেকেই দলবিরোধী তকমা দেবেন। কিন্তু আমি বার বার একটা কথা বলে এসেছি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়টির আমি বিপক্ষে। কংগ্রেসই এখানে নিজেকে তৃণমূলের আউটফিট বলে মনে করছে। শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনও গুরুত্বই দেয় না। তাই আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে দলে থাকতে চাই না।’

আরও পড়ুন : ‘মমতার পুলিশের নিরাপত্তায় রয়েছে শাহজাহান’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

এরপরেই কৌতুহল জিইয়ে রেখে তিনি বলেন, ‘দু-একদিন অপেক্ষা করুন। পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া এখন একমাত্র শুভেন্দু অধিকারীই পারেন বাংলা থেকে তৃণমূল সরকারকে হঠাতে।’ অর্থাৎ সরাসরি না বলেও সবটাই পরিষ্কার করে দিয়েছেন তিনি। আইনজীবী কৌস্তভের বিজেপিতে যোগদান এখন যে কেবল সময়ের অপেক্ষা সেকথা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর