প্রাক্তন BCCI সভাপতি সৌরভের সম্মান রক্ষা করতে গিয়ে ২৫,০০০ টাকা জরিমানা আইনজীবী রমাপ্রসাদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে প্রায় একমাস আগে বিসিসিআই সভাপতি দেওয়া হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই নিয়ে গোটা অক্টোবর মাস জুড়ে কম জলখোলা হয়নি। অনেকেই অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের। সৌরভ যে সময় বোর্ড সভাপতি হয়েছিলেন, ঠিক সেই সময় বিসিসিআইয়ের সচিব নিযুক্ত হয়েছিলেন অমিত শাহের পুত্র জয় শাহ। তিন বছর পর তিনি থেকে গেলেও সৌরভকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, এমন যুক্তি দেখিয়েছিলেন অনেকেই।

এই ইস্যু নিয়ে সরব হয়েই কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার ডায়ের করা মামলায় তিনি অভিযোগ তুলেছিলেন যে সৌরভকে অন্যায় ভাবে বিসিসিআইয়ের সভাপতির পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও এনেছিলেন তিনি। আজ, সোমবার, ১৪ই নভেম্বর হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল।

কিন্তু সৌরভের ভালো চেয়ে মামলা দায়ের করে নিজেই ফেঁসে গেলেন আইনজীবী রমাপ্রসাদ। আমার এই মামলা শুনানিতে সৌরভের আইনজীবী উপস্থিত ছিলেন যিনি জানিয়েছেন যে সৌরভের বদলে রাজার বেদের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া নিয়ে কোন আপত্তি নেই সৌরভের। তারই স্বাক্ষের পরেই মামলাটি খারিজ করে দেওয়া হয়।

সৌরভের আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী সৌরভ তিন বছর বিসিসিআইয়ের সভাপতির পদে থেকে ছিলেন। ইনি সাফল্যের সঙ্গে কাজ করার পর নিয়ম মেনেই তাকে সরিয়ে দিয়ে রজার বিনিকে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়বার নির্বাচনের জন্য মনোনয়ন পত্রই জমা দেননি সৌরভ যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজার বিনি।

এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্সী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সৌরভের আইনজীবীর কাছে জানতে চান তারা রমাপ্রসাদের আজ থেকে জরিমানা বা ক্ষতিপূরণ চান কিনা। জবাবে সৌরভের বিচারপতি জানান যে না সৌরভ কারোর কাছ থেকে কোন ক্ষতিপূরণ চান না। কিন্তু তা সত্ত্বেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে এই ডিভিশন বেঞ্চ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর