বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী এয়ার শো হতে চলেছে ভারতে (India)। আগামী ৩ রা ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলা অ্যারো ইন্ডিয়া ২০২১ (Aero India 2021)-এ এবছর দেখা যাবে ভারতের এমন কিছু শক্তি, যা শত্রুপক্ষকে ২ মিনিটে ধূলিস্মাত করে দিতে পারে। ভারতের বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন হাতিয়ার দেখা যাবে এবারের প্রদর্শনীতে।
DRDO দ্বারা প্রস্তুত বেশ কয়েকটি শক্তিশালী অস্ত্রের ঝলক দেখা যাবে এই প্রদর্শনীতে। যেখানে থাকছে- US Armica, B1B Bomber, AEW & C, LCA তেজস এবং LCA নেভি ফ্লাইং। একটি সুপার সোনিক হাতিয়ার হল এই B1B Bomber, যা বোমের বৃষ্টিতে পারদর্শী। এটি দক্ষিণ ডাকোটা এয়ারবেসের বাইরে আঠাইশে বোম্বিং-র মধ্যে রয়েছে। আমেরিকার দূতাবাস জানিয়েছেন, আমেরিকার টিমের নেতৃত্ব করবে ডন হ্যাফলিন ইউএস চার্জ ডিফিয়ার। যেখানে খ্যাতনামা কোম্পানিরা অংশ নেবে।
এই প্রদর্শনীতে HAL বিমানের বেশ কয়েকটি শো দেখা যাবে। HAL বিমানের বেশ কয়েকটি ধরণের এখানে প্রদর্শনী করা হবে। শোয়ের কারণে ইন্ডোর, আউটডোর, স্ট্যাটিং এবং ফ্লাইং ডিস্লপেতে টেকনোলজি দেখানো হবে। DRDO-র ৩০ টির বেশি প্রয়োগ কেন্দ্র এই প্রদর্শনীতে অংশ নেবে।
AEW & C সিস্টেম, LCA তেজস এবং LCA নেভি ফ্লাইং হল এই প্রদর্শনীতে DRDO-র তরফ থেকে পেশ করা সবথেকে আকর্ষণের বিষয়। সেনাদের সাহায্য করার জন্য DRDO প্রতিনিয়তই কাজ করে চলেছে এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে। এছাড়াও বেশ কিছু শক্তিশালী মিশাইল, বেশ কিছু রকেট এবং বিশেষ কিছু পদ্ধতির প্রদর্শন করা হবে এবারের এই প্রদর্শনীতে।