ফরিদের দিকে আসিফের ব্যাট উঁচিয়ে যাওয়ার জের, ম্যাচ শেষে পাকিস্তানি সমর্থকদের পেটালো আফগানরা

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল হাড্ডাহাড্ডি অবস্থায় পৌঁছেছিল পাকিস্তান বনাম আফগানিস্তানের ম্যাচটি। বিশ্বভারতী ম্যাচ করায় এবং আফগান ভক্তদের হৃদয় ভেঙে পাকিস্তানকে জয় এনে দেন তরুণ ক্রিকেটার নাসিম শাহ। পাকিস্তানের ৯ উইকেট ফেলে দিয়ে অত্যন্ত কাছাকাছি পৌঁছে হেরে ফিরতে হয় রশিদ খানদের। হাইভোল্টেজ ম্যাচে একাধিকবার উত্তেজনামূলক অবস্থা তৈরি হয়। যার মধ্যে ম্যাচের শেষের দিকে ফরিদ ও আসিফের ঝামেলা ম্যাচটিকে অন্য মাত্রা দেয়।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৯ তম ওভারে। তখন পাকিস্তানের শেষ ভরসা মনে হওয়া আসিফ আলীকে আউট করে উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদ মালিক। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আসিফের একদম মুখের সামনে গিয়ে চিৎকার করে ওঠেন তিনি। আউট হয়ে যাওয়ায় এমনই হতাশ ছিলেন তারপর এই ঘটনাটি একেবারেই ভালোভাবে নেননি পাক ক্রিকেটার।

নিজের সামনে চলে আসা ফরিদকে এক ধাক্কা মারেন আসিফ। তারপর ব্যাট উঠিয়ে মারার হুমকিও দেন। তবে ইতিমধ্যেই বাকি আফগান ক্রিকেটারের এসে দুজনকে সরিয়ে নিয়ে যান। তবে ম্যাচের শেষ হাসি হাসেন আসিফ আলীই। নাসিম শাহ শেষ ওভারে ১১ রান বাকি থাকার সময় প্রথম দুই বলেই দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেওয়ার পর আসিফ আলী উন্মাদের মত মাঠে দৌড়ে আসে এবং নাসিমকে জড়িয়ে ধরে উদযাপন শুরু করেন।

মাঠের মধ্যে এই বচসার রেশ গড়িয়েছিল স্টেডিয়াম অবধি। ম্যাচ হেরে অত্যন্ত অসন্তুষ্ট হন সেখানে উপস্থিত আফগান ভক্তরা। ইতিমধ্যেই পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেট দলের মধ্যে তৈরি প্রতিদ্বন্দ্বিতার কথা বেশ জনপ্রিয় হয়েছে। তারই একটা দেশে দেখতে পাওয়া যায় যখন আফগান সর্মথকরা স্টেডিয়ামের চেয়ার উপড়ে তুলে পাকিস্তান ভক্তদের আক্রমণ করেন।

ম্যাচের পর হওয়া এই অশান্তির তীব্র নিন্দা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। তিনি জানিয়েছেন যে মাঠের লড়াইয়ে মাঠ অবধিই সীমাবদ্ধ থাকা উচিত। প্রসঙ্গত কাল পাকিস্তানের নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে যাওয়ার ফলে ফাইনালে যাওয়ার নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কা এবং তাদের। আফগানিস্তান জিতলে ভারত এখনও এশিয়া কাপের টিকে থাকতো। কিন্তু আফগানিস্থান হারা মাত্রই রোহিত শর্মাদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।

সম্পর্কিত খবর

X