T20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় অঘটন! অস্ট্রেলিয়াকে হেলায় হারাল আফগানিস্তান

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (The ICC Men’s T20 World Cup) ইতিহাসে এবার ঘটল সবথেকে বড় অঘটন! সুপার এইটের খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া (Australia) এবং আফগানিস্তান (Afghanistan)। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই আফগানিস্তান করল বাজিমাত। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে কার্যত নজির গড়ল আফগানরা।

প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের অর্ধশতকের ওপর ভর করে আফগানিস্তান ৬ উইকেটে ১৪৮ রান করে। এদিকে, এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান দল মাত্র ১২৭ রানেই অলআউট হয়ে যায়। আর এইভাবেই আফগানিস্তান দল T20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে নতজানু হতে বাধ্য করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জুটির মাধ্যমে ভালো শুরু হয় আফগানিস্তানের। ওই দুই ব্যাটার অর্ধশতক করেন। গুরবাজের ৬০ রান এবং জাদরানের ৫১ রানের মাধ্যমে লড়াই করার মতো একটি ভালো স্কোর তৈরি করে।

আরও পড়ুন: ঘুরে যাচ্ছে খেলা! প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জ্বলেপুড়ে যাচ্ছেন জিনপিং

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুলবাদিন: আফগানিস্তানের বোলার নাভিন উল হক অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন এবং ম্যাচটি পুরোপুরি ঘুরিয়ে দিতে শুরু করেন। তারপরে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান গুলবাদিন নায়েবের হাতে বল তুলে দিতেই পাল্টে যায় ম্যাচের ভোল। তিনি চারটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জেতার আশা ভঙ্গ করেন। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ টি বড় উইকেট নেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টপ ফর্মে থাকা মার্কাস স্টইনিস এবং হাফ সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটও তুলে নেন গুলবাদিন। পাশাপাশি, টিম ডেভিড এবং তারপর প্যাট কামিন্সের উইকেটও শিকার করে নেন তিনি।

আরও পড়ুন: GST পরিষদের বৈঠকে এবার একগুচ্ছ প্রস্তাব! কমবে হস্টেলের খরচ, মিলবে ট্রেন যাত্রীদের সুবিধা

বৃথা গেল ম্যাক্সওয়েলের ফিফটি: গত বছর ভারতে অনুষ্ঠিত ICC ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়েও জিতেছিল। ওই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে দলকে জয়ের পথে নিয়ে যান। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচেও ম্যাক্সওয়েল ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ম্যাক্সওয়েল ৩৫ বলে করেন ৫০ রান। ওই ইনিংসে তিনি মারেন ৫ টি চার ও ৩ টি ছক্কা। যদিও, তিনি ৫৯ রানে গুলবাদিন নাইবের বলে আউট হন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর