বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব এখন করোনা ভাইরাসের (COVID-19) ভয়ে আতঙ্কিত। কিন্তু তার মধ্যে গত মাসে আফগানিস্তানের (Afghanistan) কাবুলে এক আতঙ্কবাদী হামলা করেছিল এক পাকিস্তানি জঙ্গি আসলাম ফারুকি। পাকিস্তান সেই ব্যক্তিকে ফেরত চাইলে আফগানিস্তান তাঁদের সেই অনুরোধকে ফিরিয়ে দেয়। আফগানিস্তান ওই জঙ্গিকে ফিরিয়ে দিতে অস্বীকার করে দেয়।
আফগানিস্তানের রাজদূতকে পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় আসলাম ফারুকিকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। পাকিস্তানের বক্তব্য ছিল, ‘আসলাম ফারুকি আফগানিস্তানে সন্ত্রাসমূলক কাজকর্মে লিপ্ত ছিল। তাই আমরা চাই আসলাম ফারুকিকে পাকিস্তানে এনে তার বিচার করতে। আমরা তার বিচার করব’।
কিন্তু আফগানিস্তানের বিদেশ মন্ত্রালয় পাকিস্তানের এই প্রস্তাব মেনে নেয়নি। তারা আসলাম ফারুকিকে পাকিস্তানে ফিরিয়ে দিতে নারাজ। আফগানিস্তানের দাবী, ‘আসলাম ফারুকি কয়েক শত আফগানিস্তানবাসিকে হত্যা করেছে। সেই কারণে তার উপর আমরা আফগানিস্তানি মামাল করে বিচার করব’। তারা আরও বলে, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এমন কোন সন্ধিচুক্তি নেই, যার দরুণ আফগানিস্তানকে IS -এর প্রধানকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে পারে না পাকিস্তান’।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ২৫ শে মার্চ এক সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। এই হামলা আফগানিস্তানের এক গুরুদ্বারে হয়েছিল। এই হামলায় ২৫ জন শিখের মৃত্যু হয়েছিল। এবং প্রচুর মানুষ আহত হয়েছিল। সেই হামলার প্রধানকেই এখন ফেরত নিতে চাইছে পাকিস্তান। আর তাঁকে ফিরিয়ে দিতে নারাজ আফগানিস্তান। নিজদের দেশে রেখেই তার বিচার করতে চায় আফগানিস্থান সরকার।