আফগানিস্তানের কাছেও হেরে ভুত পাকিস্তান! ‘এদের আবার কাশ্মীর চাই’, ব্যাঙ্গ ভারতীয় সমর্থকদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে পাকিস্তানকে (Pakistan Cricket Team) টি-টোয়েন্টি ফরম্যাটে কোনদিনও হারাতে পারেনি আফগানিস্তান (Afganistan Cricket Team)। কিন্তু ক্রিকেটের বিশ্বে তুলনামূলকভাবে নতুন এই দেশটির উন্নতি ঘটছে খুবই দ্রুত হারে। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মাটিতে আয়োজিত হওয়া একটি টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তানকে প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে উড়িয়ে দিয়েছেন মহম্মদ নবীরা (Md. Nabi)। তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে তাদের সামনে সুযোগ রয়েছে ক্লিন সুইপ করার।

এমনটা হচ্ছে এটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন ক্রিকেট প্রাণীরা। কারণ পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এহেন বাবর আজমদের দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স যে খুবই প্রশংসনীয়, তা বারবার করে বলার প্রয়োজন পড়ে না। এছাড়া দুইদলের ক্রিকেটের মধ্যে কত এশিয়া কাপ থেকে ঠান্ডা লড়াই আরম্ভ হয় মাঠের মধ্যে বিভিন্ন আগ্রাসী ঘটনাকে কেন্দ্র করে। এশিয়ায় এই মুহূর্তে এই দুই দল মুখোমুখি হলেই মাঠের মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রসঙ্গত এর আগে কোনওদিনও টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রথম ছয়ে থাকা দলগুলির বিরুদ্ধে জয় পায়নি আফগানিস্তান। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের মতো দলগুলোর বিরুদ্ধে জয় পেলেও ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে তারা কোনদিনও জয় পায়নি ক্ষুদ্রতম ফরম্যাটে। আজ সিরিজের শেষ ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় পড়শী দেশকে খোঁচা মেরে অনেক ভারতীয় সমর্থক এমনটাও দাবি করেছেন যে আজ যদি পাকিস্তান সিরিজ জিততে পারে তাহলে কাশ্মীর পাকিস্তানের, যা কখনোই সম্ভব নয় কারণ আফগানরা ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে।

nabi pak

পাকিস্তান যে এই সিরিজে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে নেমেছে এমনটা নয়। তাও দুটি লো স্কোরিং টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি-তে ৬ উইকেটে এবং দ্বিতীয়টি-তে ৭ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবী।

দ্বিতীয় ম্যাচে লড়াইটা আরেকটু হাড্ডাহাড্ডি হয়েছিল। শেষ দুই ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। কিন্তু পাকিস্তানের তরুণ নাসিম শাহকে দুই বার গ্যালারিতে পাঠিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন নবী এবং জাদরান। আজ এই সিরিজের শেষ ম্যাচ। সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা চলে আসবেন ভারতের মাটিতে নিজ নিজ আইপিএল ফ্র‍্যাঞ্চাইজির দলের সাথে অংশ নিতে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর