টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পিছনে ফেলে দিল আফগানিস্তান।

এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব বিপর্যস্ত। সেই সাথে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেটও। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এতটাই খারাপ যে সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে গেল বাংলাদেশ। এমনকি কিছুদিন আগে টেস্ট ক্রিকেটে স্বীকৃতি পাওয়ার আফগানিস্থানও পিছনে ফেলে দিল বাংলাদেশকে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। কুড়ি বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলছে তবুও তাদের রেটিং পয়েন্ট মাত্র 55, অপরদিকে মাত্র চারটি টেস্ট সিরিজ খেলেই বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান। মাত্র চারটি টেস্ট সিরিজের মধ্যে দুটি সিরিজ জিতে 57 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পিছনে ফেলে দিল আফগানিস্তান ক্রিকেট দল। সদ্য প্রকাশিত আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে সেখানে দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে নয় নম্বরে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।

15563989431a549bfc710bb5fe1abbf05766ff49e3622a14824628a7ed8fd6173c1923ede

টেস্টে দশ নম্বর থাকলেও ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার ওপরে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের র্যাঙ্কিং সাত এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের র্যাঙ্কিং আট।


Udayan Biswas

সম্পর্কিত খবর