ঘরের মাঠে আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের, ভারতের কাছাকাছি রশিদ’রা

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বাংলাদেশ (Bangladesh) সফরে প্রথম জয় পেল আফগানিস্তান (Afghanistan)। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান ৭ উইকেটে বড় জয় পেয়েছে। এর ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রানে গুটিয়ে যায়। জবাবে ৪০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে আফগানিস্তান। ওপেনার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ ১০৬ রানে অপরাজিত থাকেন। তবে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সফল বাংলাদেশ দল।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে আফগানিস্তান। প্রথম উইকেটে ৭৯ রান যোগ করেন রহমতুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। ৪৯ বলে ৩৫ রান করে আউট হন রিয়াজ। মারেন ৪টি চার ও একটি ছক্কা। দ্বিতীয় উইকেটে রহমত শাহের সঙ্গে একশ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন রহমতুল্লাহ। ৬৭ বলে ৪৭ রান করে আউট হন রহমত। মারেন ৩টি চার।

   

২০ বছর বয়সী রহমতুল্লাহ গুরবাজ ১১০ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ৭টি চার ও ৪টি ছক্কা। আফগানিস্তান ৪০.১ ওভারে ৩ উইকেটেই লক্ষ্য অর্জন করে নেয়। এটি গুরবাহের নবম ওডিআই ম্যাচ এবং তিনি এখনও পর্যন্ত ৩টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ প্রতি তৃতীয় ইনিংসেই একটি সেঞ্চুরি করছেন তিনি। ৫৪ গড়ে ৪২৮ রান করেছেন এই ৯ ম্যাচে। তাঁর স্ট্রাইক রেট ৯২। বল হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ২০০ রানের মধ্যে আটকে দেন স্পিনার রশিদ খান।

IMG 20211028 194913

বিশ্বকাপ সুপার লিগের কথা বলতে গেলে, আফগানিস্তান ৯ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে। প্রতিটি জয়ের জন্য দল ১০ পয়েন্ট পায়। ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে আফগানিস্তানের দল। টিম ইন্ডিয়া ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। অর্থাৎ আফগানিস্তান ভারতের থেকে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে এবং ৩ ম্যাচ কম খেলেছে। ১৫ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ দল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর