আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে আমেরিকায়, কিন্তু রেখে দেওয়া হলো এক বড় শর্ত

বাংলাহান্ট ডেস্কঃ তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন বহু মানুষ। সোমবার সেখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে বেরোতে সাহায্য করেছে মার্কিন সেনাবাহিনী। এরই মধ্যে এক বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আফগানবাসীদের আশ্রয় দিতে রাজি আছে আমেরিকা।

বাইডেন জানিয়েছেন, যেসকল আফগানিরা তালিবানদের সঙ্গে এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করেছে, তাদের আশ্রয় দেবে আমেরিকা। এক ট‍্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘সমস্ত পদ্ধতি মেনে আমরা আফগানদের আমেরিকায় আশ্রয় দিতে রাজি। তবে যারা তালিবানদের সঙ্গে এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করেছে, শুধুমাত্র তাদেরই আশ্রয় দিতে রাজি আমেরিকা’।

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আফগানিস্তান থেকে আমেরিকান এবং অন্য দেশের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ দ্রুতগতিতে চলছে। তবে এই কাজ ‘কঠিন এবং বেদনাদায়ক’ও বটে। তবে আগামী ৩১ শে আগস্টের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে কিনা তা বলা সম্ভব হচ্ছে না’।

Afgans

অন‍্যদিকে আফগানিস্তানে G7 দেশের বৈঠকের পূর্বে সোমবার তালিবানরা জানিয়েছে, আগামী ৩১ শে আগস্টের পূর্বে আমেরিকা এবং ব্রিটেন যদি তাদের নাগরিকদের সরিয়ে না যেতে পারে, তাহলে এর জন্য বড় দাম দিতে হতে পারে তাদের। এই বিষয়ে তালিবান মুখপাত্র সুহেল শাহীন জানিয়েছেন, ‘আফগানিস্তান থেকে নাগরিক উদ্ধারের সময়সীমা বাড়ানোর অর্থ এখানে আরও বেশ কিছু দিন মার্কিন এবং ব্রিটেনীদের এদেশে থাকা। তবে এই সময়সীমা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করেছেন। তাই এই সময়সীমা পেরিয়ে গেলে, এর ফল ভয়ংকর হতে পারে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর