খেলার মাঠে বেধড়ক মারধর! বাম শাসিত কেরলে বর্ণবিদ্বেষের শিকার আফ্রিকান ফুটবলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জাতিগত বিদ্বেষের শিকার এক আফ্রিকান ফুটবলার। ঘটনাটি ঘটেছে কেরলে। একদল জনতা আইভরি কোস্টের ওই যুবককে তাড়া করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই আফ্রিকান যুবক দাবি করেছেন, খেলার মাঠের দর্শকরা তাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি বর্ণবিদ্বেষমূলক কথাও বলা হয়েছে।

ওই আফ্রিকান খেলোয়াড়ের মার খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে ঘিরে এখন নিন্দার ঝড় সমাজ মাধ্যমে। কেরলের (Kerala) মালাপ্পুরামে এই ঘটনাটি ঘটেছে। জনপ্রিয়  ‘সেভেন ফুটবল টুর্নামেন্ট’ চলছিল সেখানে। জানা গেছে ওই নির্যাতিত ফুটবলারের নাম দাইররাসুবা হাসানে জুনিয়র।

আরোও পড়ুন : স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য খারাপ খবর! SBI’র এই ঘোষণা জানা না থাকলেই পড়তে চলেছেন বিপদে

স্থানীয় জওহর মাভুর ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে ছুটছিলেন নীল টিশার্ট পরা জুনিয়র। এমন সময় বিপক্ষ দলের কিছু সমর্থক তাঁকে ধরে ফেলেন। এরপর তাঁকে কিছু দর্শক এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারতে থাকেন। সাদা টিশার্ট পরা একজনকে দেখা যায় তিনি ওই ফুটবলারকে বাঁচানোর চেষ্টা করছেন।

ওই আফ্রিকান ফুটবলার অভিযোগ দায়ের করেছেন থানায়। তিনি দাবি করেছেন, তাঁর দল কর্নার পেয়েছিল। তিনি যখন কর্নার নিতে যান তখনই কিছু দর্শক হামলা করেন। মারধর করা হয় তাঁকে। এমনকি ছোড়া হয় পাথর। পাশাপাশি করা হয় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ফুটবলার বিপক্ষ দলের এক ফুটবলারকে লাথি মেরেছিলেন। তারপরই এই ঘটনার সূত্রপাত।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X