বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুদূর আইভরি কোস্ট থেকে ভারতে এসেছিলেন ফুটবল খেলে রোজগার করতে। কিন্তু ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হয়ে মারা গেলেন কুয়াদিও ম্যাথু। কলকাতার আশেপাশে খুঁজলে এরকম অনেক আফ্রিকান ফুটবলার পাওয়া যাবে যারা ফুটবল খেলে বাড়িতে টাকা পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন ছোট খাটো ক্লাবে যোগ দেন। তাদের মধ্যেই একজন এই ফুটবলার আপাতত অস্থায়ীভাবে থাকতেন উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
জানা গেছে আজ ট্রেনে করে যাত্রা করার সময় বিকেল তিনটে নাগাদ টিটাগড় ও খড়দহের মাঝখানে গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকা হাত ফস্কে লাইনে পড়ে যান তিনি। গুরুতর জখম এই ফুটবলারকে নিকটবর্তী বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে ২ এবং ৩ নম্বর লাইনের মাঝখানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিছুক্ষণ জীবিত ছিলেন। কিন্তু জখম গুরুতর হওয়ায় তাকে বাঁচানো যায়নি।
এখনও অবধি তার পাসপোর্ট থেকে জানা গিয়েছে যে পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের বাসিন্দা ম্যাথু। এখানে এসে প্রথমে তিনি বারাসতের নবপল্লিতে ভাড়া থাকতেন। কিন্তু সেখানে কিছু সমস্যা হওয়ার কারণে তিনি অশোকনগরে চলে আসেন। এদিন খেলার কিছু সরঞ্জাম কিনতে শিয়ালদা যাচ্ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে।
আপাতত গোটা বিষয়টি দমদম রেল পুলিশের তদন্তের অধীনে। শিয়ালদা থেকে ফেরার সময় আপের ভিড় ট্রেন থেকে পড়ে গিয়েছেন বলে অনুমান করছে পুলিশের। যদিও এখনও। নিশ্চিত ভাবে জানা যায়নি তিনি কোথায় যাচ্ছিলেন বা কি করতে যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে পাওয়া পাসপোর্টে ফুটবল খেলোয়াড় হিসাবে পরিচয় দেওয়া ছিল যার থেকে আন্দাজ করা হচ্ছে যে তিনি ভারতে ফুটবল খেলতে এসেছিলেন। ইতিমধ্যেই আইভরি কোস্টে তাঁর পরিবারের কাছে খবর পাঠানোর কাজ শুরু হয়েছে।