বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ সালে আয়োজিত হতে চলা এশিয়া কাপের (Asia Cup 2023) ভবিষ্যৎ কি হতে চলেছে সেই সম্পর্কে সম্যক ধারণা এখনো কেউই করতে পারছেন না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রাথমিকভাবে এই দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB)। কিন্তু তারপর এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান এবং বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) এমন একটি মন্তব্য করেছিলেন যা নিয়ে চরম অসন্তুষ্ট হয়েছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।
জয় শাহ বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে মানেই এই নয় যে টুর্নামেন্টটি পাকিস্তানের মাটিতেই আয়োজিত করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে টুর্নামেন্টে এমন একটি দেশে আয়োজন করা হবে যেখানে ভারতীয় দলের অংশগ্রহণে কোনও অসুবিধা থাকবে না। কারণ পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্টে আয়োজিত হলে ভারত সেখানে অংশগ্রহণ করবে না।
এই বক্তব্যের পর বেশ কয়েক মাস ধরে বিতর্ক চলে আসছে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin) এই ব্যাপারে আরও একটি মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন। তিনি নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি বলেছেন, “টুর্নামেন্টে পাকিস্তানি আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু ওই দেশে ভারতীয় দল পা রাখবে না। তারা যদি চায় আমারাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি তাহলে তাদেরকে এমন কোন জায়গায় টুর্নামেন্টে আয়োজন করতে হবে যেখানে আমাদের যেতে কোনও সমস্যা নেই।”
ভারতীয় তারকা অফ-স্পিনার আরও বলেছেন, “আমি জানি যে ওরা বলেছে যে ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে ওরাও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না। তবে যাই হোক না কেন আমি মনে করি না যে সেটা সম্ভব।” অশ্বিনের এরকম আত্মবিশ্বাসী মন্তব্যগুলো শুনে এবার তার বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
আফ্রিদি মন্তব্য করেছেন, “ভারত এরকম মন্তব্য করতে পারছে কারণ ওদের ক্রিকেটটা এতটা শক্তিশালী হতে পেরেছে। যদি ওদের এতটা প্রভাব না থাকতো তাহলে ওরা এমন মন্তব্যও করতে পারতো না। আমি জানি না যে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে আসবে কিনা। আমি এটাও জানি না যে যদি ভারত না আসে তাহলে আমরা ওদের মাটিতে বিশ্বকাপ বয়কট করবো কিনা। কিন্তু আইসিসির এইসব ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। তাদের বিসিসিআইয়ের এই পদক্ষেপ এর বিরুদ্ধে মুখ খোলা উচিত। কিন্তু আমার মনে হয় না তেমনটা হবে।”