বাংলাহান্ট ডেস্ক: পঞ্চমবারের জন্য বাবা হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। গতকাল ১৪ ফেব্রুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কন্যাসন্তানের বাবা হয়েছেন আফ্রিদি।
এইদিন নিজের টুইটার হ্যান্ডেলে নবজাত কন্যাসন্তানকে কোলে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেন প্রাক্তন অধিনায়ক। তাঁর দুই পাশে বড় চার মেয়েও ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সর্বশক্তিমানের কৃপাদৃষ্টি ও আশীর্বাদ রয়েছে আমার ওপর। আমার চার অসাধারন মেয়ে। আরও এক কন্যাসন্তানের বাবা হয়েছি আমি। আমার শুভানুধ্যায়ীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে চাই”।
The Almighty’s infinite blessings & mercy are upon me…already having been granted 4 wonderful daughters I have now been blessed with a 5th, Alhamdulillah. Sharing this good news with my well-wishers… #FourbecomeFive pic.twitter.com/Yb4ikjghGC
— Shahid Afridi (@SAfridiOfficial) February 14, 2020
আফ্রিদির নিজের নামের সঙ্গে মিলিয়ে চার মেয়ের নামও রেখেছেন A দিয়ে। তাঁর চার মেয়ের নাম আকশা, আনশা, আজওয়া ও আসমারা। তাই এই ধারা বজায় রাখতে পঞ্চম সন্তানের নামও A দিয়ে রাখতে চান আফ্রিদি। আর সেই জন্যই তিনি অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছেন, A দিয়ে শুরু হওয়া একটি নাম বলতে। তিনি টুইট করে অনুরোধ করেছেন, পরিবারের সবথেকে কনিষ্ঠ সদস্যের জন্য একটি নামের পরামর্শ দিতে যা A দিয়ে শুরু। তিনি আরও জানিয়েছেন যার নাম তিনি পছন্দ করবেন তার জন্য রয়েছে এক আকর্ষনীয় পুরস্কার। আফ্রিদির এই পোস্টে শুভেচ্ছা ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থরাও।
https://twitter.com/SAfridiOfficial/status/1228630255587463168?s=19
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ঘটনায় নেটিজেনদের তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল আফ্রিদিকে। তিনি জানিয়েছিলেন মেয়েকে টিভি দেখে আরতি করতে দেখে রাগে তিনি টিভিই ভেঙে ফেলেছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটজনতার ক্ষোভ ও নিন্দার সম্মুখীন হন আফ্রিদি।