পাকিস্তানের 3 নাবালিকা প্রায় 75 দিন ধরে নিখোঁজ ছিল তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেছেন পুলিশের কাছে এসেছে। পুলিশ খোঁজাখুঁজি করেছে কিন্তু কিছুতেই সেই তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে খোঁজ পাওয়া গেল সে তিনজন নাবালিকার কিন্তু তারা এখন আর আগের মতো নেই অর্থাৎ তাদেরকে খুঁজে পাওয়া গেল মৃত অবস্থায়। তিনজনের খোঁজ পাওয়া গিয়েছে একটি গর্ত করা জায়গার পাশে অর্থাৎ দোষীরা এই তিনজনকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু অবস্থার বেগতিক দেখে তাদেরকে সেখানে ফেলে রেখেই তারা চম্পট দেয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই ঘটনায় এই মুহূর্তে গোটা দেশের মানুষ অপরাধীদের শাস্তি চাইছে এমন অবস্থায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি।
আফ্রিদি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের চরম শাস্তির দাবি করেছেন অর্থাৎ দোষীদের যাতে ফাঁসি দেওয়া হয় এমন দাবি করেছেন আফ্রিদি। কারন আফ্রিদি মনে করেন যে যদি এদের ফাঁসি যদি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরকম নিশংস কাজ করার আগে মানুষ ভয়ে কেঁপে উঠবে।
এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টুইট করে আফ্রিদি জানিয়েছেন যে দোষীদের যাতে দ্রুত এই নোংরা কাজের দোষীদের শাস্তি হয়। এবং তাদের যাতে চরম শাস্তি হয়। সেই সাথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কে বলেছেন যে কেন বারবার পাঞ্জাব প্রদেশ এরকম ঘটনা ঘটছে? পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনা করার মত কি আপনার দলের যোগ্য ব্যাক্তি নেই? এই হবে তিনি প্রধানমন্ত্রীকে একের পর এক প্রশ্ন করেছেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একসাথে চারজন নাবালিকার রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছিল তাদের মধ্যে তিনজনকে পাওয়া গেলেও এখনও পর্যন্ত একজনের দেহ খুঁজে পাওয়া যায়নি আর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের তদন্ত চলছে। দ্রুতই তাদের শাস্তি হবে এমন আশা করছে গোটা পাকিস্তানবাসী।