ভারতকে সেমিফাইনালে তুলতে বদ্ধপরিকর ICC, তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করে বিতর্কে জড়ালেন আফ্রিদি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর দুই দিন কেটে গিয়েছে। কিন্তু ওই ম্যাচ নিয়ে বিতর্ক শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। ম্যাচে এক সময় এমন পরিস্থিতি এসেছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। কিন্তু তারপর বৃষ্টি নামে এবং তারপরে যখন খেলা শুরু হয় তখন ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে বাংলাদেশ এবং পাঁচ রানে জয় পায় ভারত।

ওই ম্যাচ বৃষ্টির পর যখন পুনরায় আরম্ভ হচ্ছিল তখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে বেশ কিছুক্ষন আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। বাংলাদেশ অধিনায়ক চাননি বৃষ্টি থামার পরে এত তাড়াতাড়ি খেলা আরম্ভ হোক। সেই দেখে অনেক বাংলাদেশ ক্রিকেট সমর্থক দাবি করেছেন ভারত বেকায়দায় রয়েছে দেখেই তড়িঘড়ি করে করে বৃষ্টি নামার পর এই ম্যাচ আরম্ভ করার চেষ্টা করা হয়। মাঠ তখন অবধি খেলার অনুপযুক্ত ছিল যখন খেলা আরম্ভ করা হয়েছিল বলে দাবি অনেকের।

এই দাবিকে এবার সমর্থন জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কথা বলার সময় ইঙ্গিত করেছেন যে আইসিসি যেন তেন প্রকারেণ ভারতের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে বধ্যপরিকর।

এর আগেও অতীতে ভারতীয় ক্রিকেটের বিষয়ে নানান রকম বিতর্কিত মন্তব্য করেছিল নামে এসেছেন তিনি। প্রাক্তন অলরাউন্ডার ওই অনুষ্ঠানে বসে বলেছেন, “আমার মনে হয় আমরা সবাই দেখেছি খেলাটা কি হবে শুরু করা হয়েছে। যে পরিমান বৃষ্টি সেদিন হয়েছিল তারপরে অত তাড়াতাড়ি খেলা শুরু হওয়াটা বেশ কিছুটা অস্বাভাবিক ছিল। এটা খুবই পরিষ্কার যে যখন ভারত মাঠে খেলতে নামে তখন আইসিসির ওপর এই জাতীয় চাপ থাকে। এর মধ্যে অনেকগুলি বিষয় জড়িয়ে থাকে।”

X