কিছুদিন আগে ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ উঠিয়ে দিয়েছে। আর তারপর থেকেই পাকিস্তান সরকার সহ সমগ্র পাকিস্তানবাসী কার্যত পাগল হয়ে উঠেছে। পাকিস্তান সরকার একের পর এক ভুলভাল বয়ান দিয়ে চলেছে ভারতের বিরুদ্ধে যেগুলি নিতান্তই হাস্যকর হয়ে উঠছে রাষ্ট্রপুঞ্জের কাছে। আর এই সুযোগে প্রাপ্তন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি কাশ্মীরের মানুষের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ধারা ৩৭০ তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তানের অবস্থা কার্যত ধরাশায়ী হয়ে উঠেছে। রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করেও বারেবারে প্রত্যাখ্যান হতে হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের দেশের নাগরিকদের কাছে আবেদন করেছেন তারা যাতে সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুক্রবার বাড়ির বাইরে এসে দাঁড়ায় এতে কাশ্মীরের মানুষের প্রতি সহানুভূতি দেখানো হবে।
আর পাক প্রধানমন্ত্রীর এমন অনুরোধের পর থেকেই সেই দেশের বেশ কয়েকজন সেলিব্রেটি স্যোসাল মিডিয়ার মাধ্যমে দেশের নাগরিকদের কাছে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য। পাকিস্তানের প্রাপ্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি বেশ কয়েকদিন ধরেই এই ব্যাপারে অনেক কিছু বলে আসছেন আর এবার উনি সরাসরি ইমরান খান কে সমর্থন করে স্যোসাল মিডিয়ায় লেখেন যে, “চলুন আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর এই বিশেষ কর্মসূচিতে যোগদান করি, তাই সকলেই শুক্রবার বেলা ১২ টাই একসাথে জড়ো হন।”
আর আফ্রিদির এই পোস্টটির পর থেকেই নানান মহল থেকে সমালোচনা শুনতে হয়েছে তাকে। অনেকে মনে করছেন আফ্রিদি খুব শ্রীঘ্রই রাজনীতিতে পা দিতে চলেছেন।