এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে রয়েছে অনেক সমস্যা, মত পার্থক্য থেকে শুরু করে রাজনৈতিক ইত্যাদি নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে দুই দেশের সম্পর্ক। আর এই সকল সমস্যার জন্য ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি জানিয়ে দিলেন দুই দেশের সম্পর্ক কিভাবে সুন্দর সম্পর্কে রূপান্তরিত হতে পারে।
আফ্রিদি যিনি কিনা কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন জনসভায় গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতেও তিনি পিছুপা হননি। আর এই ভারত বিরোধী কথাবার্তা বলার জন্য প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর এর কাছে বেশ কয়েকবার ধমকও খেয়েছেন তিনি। আর এবার সেই আফ্রিদি নাকি ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক কিভাবে ভালো হতে পারে সেই ব্যাপারে কথা বলবেন।
এই বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু বিসিসিআই এর তরফে আইসিসিকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে যদি এশিয়া কাপ হয় তাহলে কোনো ভাবে এশিয়া কাপে অংশগ্রহণ করবে না ভারতীয় দল। অর্থাৎ পাকিস্তানে গিয়ে ভারত যে কোন প্রকার ক্রিকেট খেলবে না সেই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আইসিসিকে। আর সেই কারণে এবার এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্যত্র সরে যেতে চলেছে। আর এই প্রসঙ্গে আফ্রিদি বলেছেন এশিয়া কাপে পাকিস্তানে খেলতে আসা উচিত ভারতের। ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে আসে তাহলে আমরা তাদের সসম্মানে আমন্ত্রণ জানাবো। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে আর এখানে খেলতে আসা উচিত বিরাট কোহলিদের কারন আফ্রিদি মনে করেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে সেটা একমাত্র ঠিক করতে পারে ক্রিকেট।