বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য মরিয়া পাকিস্তান। বারংবার সেই দেশের বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন বোর্ড (PCB) সভাপতি এই বিষয়ে নিজেদের মতামত এবং সিরিজ কিভাবে আয়োজন করা যায় সেই নিয়ে নানান পরামর্শ দিয়ে এসেছেন? বলাই বাহুল্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সেই সব পরামর্শের প্রতি কর্ণপাত করেনি। কিন্তু এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন পাক অলরাউন্ডার এবং অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সিরিজ যাতে আয়োজিত হয় এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইছেন। তিনি বলেছেন, “এই ব্যাপারে দুই দেশের নেতাদের একসাথে বসতে হবে এবং দায়িত্ব নিতে হবে কারণ এটাই একমাত্র সমাধানের পথ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে অনুরোধ করতে চাই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটনার কাজে উদ্যোগী হতে যাতে দুই দেশ একসঙ্গে একে অপরের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে পারে।”
শেষবার ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। ওই বছর পাকিস্তানের মাটিতে আয়োজিত হয়েছিল এশিয়া কাপ। তারপর ভারতের নানা সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তান যোগ খুঁজে পাওয়ায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে এবং ভারত পাকিস্তান সফর পুরোপুরি বন্ধ করে দেয়। বর্তমানে দুই দেশের মধ্যে শুধু বিভিন্ন আইসিসি টুর্নামেন্টেই দেখা হয়।
এরপরে অবশ্য পাকিস্তান একবার ভারত সফরে এসেছিল ২০১২ সালের একদম শেষ দিকে। সেবার একটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান ভারতের মাটিতে। টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল কিন্তু ওডিআই সিরিজে পাকিস্তান ২-১ ফলে জয় পেয়েছিল। ধোনির নেতৃত্বে সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের মধ্যে একটি ছিল ওই সৃষ্টি।
আফ্রিদি পুরনো দিনের কথা মনে করে বলেছেন, “এটা খুব ভালো হবে যদি ভারত পাকিস্তান সফরে আসে। আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ভাল হোক। এটা লড়াই করার সময় নয়। ২০০৫ সালের কথা আমার মনে পড়ে যায় যখন ভারত পাকিস্তান সফরে এসেছিল। যুবরাজ এবং হরভজন সিং বেশ কিছু কেনাকাটি করেছিলেন কিন্তু কোন দোকান থেকেই তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়নি। এটাই তো এই দেশের সম্পর্কের বৈচিত্র্য।”