১৯ বছরের চেষ্টার ফসল অবশেষে সফল আইএএস

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : তামিলনাড়ুর কে এলামভবত। দ্বাদশ শ্রেণিতেই শিক্ষার পাঠ মিটিয়েছিলেন। কিন্তু অবশেষে তিনি তার চেষ্টাকে সার্থকতার রুপ দিলেন। দীর্ঘ ১৯ বছরের চেষ্টায় আইএএস অফিসার হয়ে এক প্রতীকী তৈরী করলেন। অনুপ্রাণিত হল আরো অনেক যুবক যুবতী।

 

বাবা তামিলনাড়ুর প্রসাশনিক প্রধান ছিলেন। মা চাষাবাদ করতেন। সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকার দরুন টাকাপয়সা খরচ হয়েছে অনেক। দ্বাদশ শ্রেণীর পর বাবার মৃত্যুতে ভেঙে যায় সংসার। চাষাবাদের কাজে নিজেকে নিযুক্ত করেন কে এলামভবত।স্নাতক হওয়ায় কেরানী নীচু তলার চাকরি জুটছিল।

এভাবে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে।তিন তিনবার ইন্টারভিউয়ের পরও সফল হননি। তারপর সরকারি চাকরি পাওয়ার পরও আইএসপি তাকে তাড়া করে বেড়ায়। অবশেষে ২০১৫ সালে আইএএস পরীক্ষায় ১১৭ স্ট্যান্ড করে।

X