১৯ বছর পর ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করে নিলেন প্রাপ্তন পাক তারকা।

ক্রিকেট ফিক্সিং যেন পাকিস্তান ক্রিকেট এর সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে দেখা গেছে একের পর এক পাকিস্তানি তারকা ক্রিকেটারের নাম জড়িয়েছে ফিক্সিংয়ের এর সাথে। ফিক্সিংয়ের জন্য অনেক প্রতিভাবান পাকিস্তানি ক্রিকেটারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে। কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের নাম জড়িয়েছে ফিক্সিংয়ের সাথে, সেই কারনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে তিন বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে।

ফের পাকিস্তান ক্রিকেটের ফিক্সিংয়ের কথা প্রকাশ্যে চলে এল। তবে এবার এখনকার কোনো ঘটনা নয় 19 বছর আগে পাকিস্তানী ক্রিকেটের ফিক্সিংয়ের ঘটনা এতদিনে প্রকাশ্যে এল। পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক 2000 সালে ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন সেই কথা এতদিনে তিনি স্বীকার করে নিলেন। আর তারপর তোর পার হয়ে যায় পাকিস্তান ক্রিকেট।

186080212fe893290c562a271ee0964f5be0306d2f5f7eb236a0e5dc4d12ea14d134fb626

2000 সালের সেলিম মালিক অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটারকে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন সেই ঘটনা প্রকাশ্যে আসার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেলিম মালিককে আজীবন নির্বাসনে পাঠানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তিনি তার সেই দোষ অস্বীকার করেননি। তিনি বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। ক্রিকেট থেকে নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তানের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু তার আবেদন গ্রহণ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এতদিন পর তিনি স্বীকার করে নিলেন যে আমি 2000 সালে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত।


Udayan Biswas

সম্পর্কিত খবর