বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্পূর্ণ নতুন মোড় নিলো কুস্তিগীরদের আন্দোলন! ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছিল যৌন হেনস্থার মামলা। ব্রিজভূষণের বিরুদ্ধে যে সাত মহিলা মামলা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নাবালিকা। এর আগে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ করলেও শোনা যাচ্ছে তিনি নাকি সম্প্রতি নিজের বয়ান বদলে দিয়েছেন।
এর আগে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশের সামনেও নিজের বয়ানে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ওই নাবালিকা। সেই ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
কিন্তু এখন জানা গেছে ১৭ বছর বয়সী ওই মহিলা বর্তমানে নিজের বয়ান বদলে ফেলায় ১৬৪ ধারার অধীনে এক নতুন মামলা দায়ের হচ্ছে। অর্থাৎ পকসো থেকে মুক্ত হয়ে গেলেন ব্রিজভূষণ। এই ভোলবদল অনেকেরই চোখ কপালে তুলে দিয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন বিশিষ্ট আইনজীবী রেবেকা জন। তিনি জানিয়েছেন আচমকা এমনটা হওয়ায় তিনি মোটেও আশ্চর্য হননি। এমন ক্ষেত্রে কোন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা ভেতর থেকে অভিযোগকারীর ওপর বাড়তি চাপ তৈরি করে যার জন্য অনেকেই সরে দাঁড়ান। কিন্তু এই ঘটনাকে অত্যন্ত হতাশা জনক বলে মন্তব্য করেছেন তিনি।
গত শনিবার অমিত শাহ-র সঙ্গে বৈঠক করেছিলেন কুস্তিগীররা। তারপর এই সকলকে চমকে দিয়ে নিজের রেলের চাকরিতে ফিরেছিলেন আন্দোলনরত কুস্তিগীর সাক্ষী মালিক। যদিও আন্দোলন যে থেমে থাকবে না সেটা রেলের চাকরিতে ফিরে যাওয়ার পরেও তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন। তারপর আজ এই বয়ান বদলের ঘটনা বেশকিছু প্রশ্ন তুলে দিচ্ছে সকলের মনে।