২২ বছর পর সুযোগ, বাবার হত্যার বদলা নিতে সুপারি কিলারকে কুপিয়ে খুন ছেলের! শুনে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক : প্রতিশোধের আগুন যে একটা মানুষকে দিয়ে কত কিছু করাতে পারে তা চেন্নাইয়ের (Chennai) এই ঘটনা দেখলেই বুঝতে পারবেন। সম্প্রতি চেন্নাই থেকে এমন এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে যা শুনলে আপনিও চমকে উঠবেন। নিজের বাবা (Father’s Killer) এবং কাকার খুনের বদলা নিতে এক আদ্যপান্ত সংসারি মানুষ যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা ভাবনারও অতীত।

stabbing 01 knife stab slash crime file photo data

২২ বছরের পুরনো অতীত

ঘটনার সূত্রপাত হয় আজ থেকে ২২ বছর আগে ২০০১ সালে। তখন পি সতীশ কুমারের (P Sathish Kumar) বয়স মাত্র ৭ বছর। সেই সময় তার বাবা প্রভাকরণের মৃত্যু হয় ইতিহাস পত্রক সেজিয়ানের হাতে। তবে জামিনে ছাড়া পেয়ে যান সে। বাইরে এসেই সে চড়াও হয় প্রভাকরণের ভাইয়ের উপর। প্রাণ হারান তিনিও‌। তবে এবার আর জামিন হয়নি সেজিয়ানের।

বাবার হত্যার প্রতিশোধের জন্য তৈরি হচ্ছিলেন পি সতীশকুমার

বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৫ বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর ২০১৮ সালে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেজিয়ান। এমনকি একটি ওয়েল্ডিং ইউনিটে কাজও শুরু করেছিলেন বলে খবর। তবে ভগবান বোধহয় অন্য কিছুই লিখেছিল তার ভাগ্যে। কারণ অপরদিকে বাবা এবং কাকার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল পি সতীশকুমার।

অবশেষে মিললো সেই সুযোগ

গত সোমবার পি সতীশকুমার তার চার সহযোগীকে সাথে নিয়ে সেজিয়ানের উপর চড়াও হন। ৫২ বছর বয়সী সেজিয়ানকে কুপিয়ে হত্যা করেন তারা। হত্যার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীর দল। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর হাসপাতালেই মৃত্যু হয় তার। পরেরদিন মঙ্গলবার সতীশ এবং বিশাল, আপ্পু এবং মহেশ সহ তার বন্ধুরা রেড হিলস থানায় আত্মসমর্পণ করে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর