বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৩ বছর হয়ে গিয়েছে ভারতের কার্গিল যুদ্ধ জয়ের। ১৯৯৯ সালে ভারত এবং পাকিস্তান এই যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং ২৬ শে জুলাই ভারত এই যুদ্ধে বিজয় পতাকা উড়িয়েছিল। এই যুদ্ধের বড় রকম প্রভাব পড়েছিল ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে। বিদেশের ক্রিকেটীয় সম্পর্কেও এই যুদ্ধ প্রভাব ফেলেছিল। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের আঁচ তারপর থেকে যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল।
এবার কার্গিল যুদ্ধ সম্পর্কে একটি বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ভারতের বিরুদ্ধে যুদ্ধে নিজের দেশকে সাহায্যের জন্য সব রকম ভাবে প্রস্তুত ছিলেন এই প্রাক্তন পেসার। শুধুমাত্র তাই নয় নিচের ক্রিকেট খেলে উপার্জন করা কোটি কোটি টাকা তিনি এই উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছিল। যুদ্ধের প্রায় আড়াই দশক পর শোয়েব আখতার জানিয়েছেন যে তিনিও পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে একপ্রকার প্রস্তুত হয়ে গিয়েছিলেন।
শোয়েব আখতার পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, “আমার এই গল্পটা খুব বেশি লোক জানেন না কিন্তু আমি কার্গিল যুদ্ধের সময় ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের থেকে ১ কোটি ১৬ লক্ষ টাকার বেশি প্রস্তাব পেয়েছিলাম ওদের হয়ে মাঠে নামার জন্য কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আমি সেই প্রস্তাব ছেড়ে দিয়েছি।”
প্রাক্তন পাক পেসার এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য পাকিস্তানি জেনারেলের সাথে ও যোগাযোগ করেছিলেন। তিনি তাকে যখন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করবেন? তখন শোয়েব আক্তার জবাবে বলেছিলেন যে এটা গোটা দেশের লড়াই তিনি সকলের সঙ্গে একসঙ্গে লড়বেন, প্রয়োজনে একসঙ্গে মরবেন। শুধুমাত্র তিনি নিজে নন তার কাশ্মীরের কিছু বন্ধু কেউ তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। আর নটিংহ্যামশায়ারের থেকে কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য জীবনে কোনদিনও আফসোস হয়নি তার বলে জানিয়েছেন কিংবদন্তি পাক পেসার।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর