বিশ্বকাপ জিতে ২৮ বছর ধরে চলে আসা ধারার অবসান ঘটিয়েছেন লিওলেন মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ১৮ই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচে এক সময় ২-০ ফলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এমবাপ্পের জোড়া গোল ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। এরপর মেসি অতিরিক্ত সময়ে একটি গোল করলে এমবাপ্পে পুনরায় পেনাল্টি থেকে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে খেলাটি টাইব্রেকার অবধি নিয়ে গিয়েছিল।

কিন্তু পেনাল্টি শুট আউটে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ নিজের চির পরিচিত দক্ষতায় আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন এবং বিশ্বকাপ ট্রফি ৩৬ বছর পর লা অ্যালবিসেলেস্তেদের হাতে ওঠে। আর্জেন্টিনার এই জয়ে মেসির ভূমিকাও ছিল অত্যন্ত বড়। গোটা টুর্নামেন্ট জোরে অসাধারণ ফুটবল খেলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই টুর্নামেন্টে মেসি সাতটি ম্যাচ খেলে সাতটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ তার হাতে আবারো একবার উঠেছে বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে তার চেয়ে একটি গোল বেশি করে গোল্ডেন বুটটি মেসির হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন।

messi asam

কিন্তু ৩৫ বছর বয়সেই মেসি গোল্ডেন বল জিতে একটি বিশেষ ধারার অবসান ঘটিয়েছেন। এর আগে টানা ছয়টি বিশ্বকাপে যে দেশগুলি বিশ্বকাপ জিতেছিল, সেই দেশ থেকে কেউ গোল্ডেন বল জিততে পারেননি। শেষবার এমনটা করতে পেরেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও।

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের ২৪ বছরের খরা বিশ্বকাপ কাটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন রোমারিও। মোট পাঁচটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা সেই বিশ্বকাপে। তারপরেই লিওনেল মেসি হলেন এমন কোন ফুটবলার যিনি বিশ্বজয়ী দল থেকে গোল্ডেন বল জিততে পারলেন।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর