৩০ বছর পর হিন্দু নববর্ষে ঘটছে এই বিরল ঘটনা! উজ্জ্বল হবে চার রাশির ভাগ্য

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে আগামী ২২ মার্চ থেকে হিন্দু নববর্ষ (Hindu New Year) শুরু হচ্ছে। পাশাপাশি, ২২ মার্চ থেকে বিক্রম সংবত ২০৮০ শুরু হতে চলেছে। এদিকে, এবার ৩০ বছর পর একটি অত্যন্ত শুভ এবং বিরল ঘটনা ঘটছে। মূলত, নতুন বছরের রাজা হল বুধ এবং মন্ত্রীর স্থানের রয়েছে শুক্র। অতএব, হিন্দু নববর্ষ শুরু হওয়ার সাথে সাথেই একাধিক রাশি প্রভাবিত হবে। কিছু রাশির উপর শুভ প্রভাব পড়বে এবং কিছু কিছুর ওপর আবার নেতিবাচক প্রভাব পড়বে।

এমতাবস্থায়, দেওঘরের জ্যোতিষাচার্য পণ্ডিত কানহাইয়া লাল মিশ্র জানিয়েছেন যে, এই নতুন বছরটি মেষ, বৃষ, সিংহ এবং তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। তাঁর মতে, হিন্দু নববর্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ শাস্ত্র অনুসারে, ব্রহ্মা ওই দিনই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। পাশাপাশি এই বিশেষ দিনে ভগবান রামের রাজ্যাভিষেক হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, হিন্দু নববর্ষের দিনই মাতার আগমন ঘটছে।

হিন্দু নববর্ষে এই রাশিগুলি হবে লাভবান:
মেষ রাশি: জ্যোতিষাচার্য পণ্ডিত কানহাইয়া লাল মিশ্রের মতে, নতুন বছর মেষ রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। তাঁরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন। কাজের দিক থেকেও বছরটি ভালো। সেই সঙ্গে অবসান ঘটবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও।

বৃষ রাশি: এই নববর্ষ বৃষ রাশির জাতকদের জন্যও অত্যন্ত ভালো হতে চলেছে। চলতি বছরে পরীক্ষার্থীরা বিশেষ সফলতা পাবেন। কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা। পাশাপাশি, কোনো আটকে থাকা কাজও ভালোভাবে মিটে যাবে।

সিংহ রাশি: নতুন বছর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সুখবর বয়ে আনতে চলেছে। তাঁরা পছন্দের চাকরি পেতে পারেন। বিবাহযোগ্য জাতক-জাতিকাদের জন্য বছরটি ভালো।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছরটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই রাশির জাতকরা তাঁদের পছন্দের চাকরি পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও বছরটি ভালো হবে। কিছু নতুন সম্পর্কও তৈরি হবে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে।

whatsapp image 2023 03 19 at 8.05.38 pm

প্রভাবিত হবে এই রাশিগুলি: জ্যোতিষাচার্য জানিয়েছেন নববর্ষের জেরে মীন, কর্কট, বৃশ্চিক, ধনু, মিথুন এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রভাবিত হতে পারেন। কারণ এই রাশির জাতক জাতিকাদের সাড়েসাতি ও ধাইয়া চলছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর