বাংলাহান্ট ডেস্কঃ প্রায় ৫ বছর পর রাজ্যে (west bengal) হতে চলেছে TET পরীক্ষা। ২০১৭ সালের ১২ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছিলেন, তারাই একমাত্র এই পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা চলবে দুপুর ১ টা থেকে দুপুর সাড়ে ৩ টে পর্যন্ত।
মোট ১৫০ নম্বরের এই পরীক্ষা হবে। ১২ টার মধ্যেই ঢুকে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। প্রায় এক হাজার কেন্দ্রে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যেখানে পরীক্ষা দেবেন প্রায় প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। নির্দেশ মত। গার্ড এবং পরীক্ষার্থী কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা হলে।
করোনা আবহের মধ্যে পরীক্ষার আয়জন করা হলেও, সমস্ত বিধি নিষেধ মান্য করতে হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার পূর্বে থার্মাল স্ক্রনিং করতে হবে। নিজস্ব স্যানিটাইজার ও মাস্ক সকলের সঙ্গে থাকা বাধ্যতামূলক। প্রতি বেঞ্চে বসবেন দুজন করে পরীক্ষার্থী।
করোনা আবহের কারণে একটি পরীক্ষা কেন্দ্রে যতজন পরীক্ষার্থী অন্যান্য সময় পরীক্ষা দিতে পারে, এবার তাঁর অর্ধেক সংখ্যাকের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে প্রয়োজনে পরীক্ষার সময় নেট পরিষেবা বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা সংসদ।