৯ বছর পর সুযোগ, এই বিধ্বংসী প্লেয়ার যোগ দিতে পারেন টিম ইন্ডিয়ায়! নয়া ভাবনা BCCI-র

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে IPL (Indian Premier League) শেষ হওয়ার সাথে সাথেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, কোন কোন খেলোয়াড় ভারতীয় দলে (India National Cricket Team) সুযোগ পাবেন এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। শুধু তাই নয়, IPL-এর পারফরম্যান্সের ভিত্তিতে ইতিমধ্যেই বহু খেলোয়াড় আকৃষ্ট করলেও তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই সুযোগ পাবেন। এদিকে, চূড়ান্ত দল ঘোষণার আগে প্রায় ৯ বছর আগে ভারতীয় দলের হয়ে খেলা একজন খেলোয়াড়ের নামও এবার সামনে আসছে। যিনি T20 বিশ্বকাপ খেলতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আর সেই খেলোয়াড় হলেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)। যিনি ফের দলে সুযোগ পেতে পারেন।

রাজস্থানের হয়ে খেলছেন সন্দীপ শর্মা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সন্দীপ শর্মা বর্তমানে সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে রাজস্থান রয়্যালসের হয়ে IPL-এ খেলছেন। তিনি সেখানে দুর্দান্ত পারফর্ম করছেন। সন্দীপ শর্মা এবারের IPL-এ তাঁর দলের হয়ে মাত্র ৪ টি ম্যাচ খেলেছেন এবং তাতে তিনি ৮ উইকেট নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি খুব কম রানও দিচ্ছেন। যে কারণে তিনি গত কয়েকদিনে নিজের দিকে সবার মনোযোগ আকর্ষণ করেছেন। এমতাবস্থায়, বিশ্বকাপের আগে ক্রিকেট বিশেষজ্ঞরা যে দলগুলি গঠন করছেন সেখানেও তাঁর নাম অন্তর্ভুক্ত থাকছে। এখন এটাই দেখার বিষয় যে, নির্বাচকরা সন্দীপকে দলে জায়গা দেন কি না।

After 9 years this devastating player can join Team India.

০১৫ সালে টিম ইন্ডিয়ার হয়ে সন্দীপের অভিষেক হয়: উল্লেখ্য যে, ২০১৫ সালে ভারতীয় দলের হয়ে সন্দীপের T20 ইন্টারন্যাশনাল ডেবিউ হয়। তখন ভারত ও জিম্বাবোয়ের মধ্যে সিরিজ খেলা হচ্ছিল। এই সিরিজের মাত্র দু’টি ম্যাচ খেলে দলের বাইরে চলে যান সন্দীপ শর্মা এবং এরপর আর তিনি দলে ফিরতে পারেননি। যদিও তিনি, বর্তমানে তিনি IPL খেলছেন।

আরও পড়ুন: দিল্লি ম্যাচের আগেই KKR-এ ঘটল “বিশেষ ঘটনা”, IPL-এর ১৭ বছরের ইতিহাসে নেই এমন নজির

ভারতের হয়ে ২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন: তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে মাত্র দু’টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১ টি উইকেট পান। ওয়ানডে ও টেস্ট খেলতে পারেননি তিনি। চলতি মরশুমে IPL-এ তিনি LSG-র বিরুদ্ধে খেলতে নেমে ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ রান দেন এবং কোনো উইকেট পাননি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি ১৮ রানে ৫ উইকেট নিয়ে লাইমলাইটে উঠে আসেন। এর পরে LSG-র বিপক্ষে তিনি ৩১ রানে নেন ২ উইকেট।

আরও পড়ুন: অপরাজিত ৭০ রান করেও লাইমলাইটে নেই কোহলি! RCB-কে জিতিয়ে নায়ক হলেন এই প্লেয়ার

বুমরাহর সঙ্গী হতে পারেন: T20 বিশ্বকাপে জসপ্রিত বুমরাহের নির্বাচন প্রায় নিশ্চিত হলেও তার সঙ্গী হিসেবে উঠে আসছে অনেকের নাম। যেখানে মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে আবেশ খান এবং আর্শদীপ সিংয়ের নামও উঠে আসছে। আর সেই তালিকায় রয়েছে সন্দীপ শর্মার নামও। এমতাবস্থায়, BCCI-এর নির্বাচক কমিটি যখন দল ঘোষণা করবে তখন সেখানে সন্দীপের নাম থাকে কি না সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর