বাংলাহান্ট ডেস্কঃ আইপিএল খেলতে সবার আগে আমিরশাহীর মাটিতে পা রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Panjab)। নিয়ম মতো ছয় দিনের আইসোলেশন পর্ব কাটিয়ে মাঠে নামার অনুমতি পেয়ে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটাররা। আর তাই একদম সময় নষ্ট না করে মাঠে নেমে পড়লেন কে এল রাহুলরা।
অন্যান্য ক্রিকেটারদের মতোই অনুশীলনে নেমে পড়লেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। 169 দিন পর তিনি ব্যাট হাতে বাইশগজে নামলেন। শেষবার মার্চ মাসে তিনি ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তারপর সরাসরি 27 শে আগস্ট ব্যাট হাতে তিনি মাঠে নামলেন। দীর্ঘদিন পর ব্যাট হাতে মাঠে নামার অভিজ্ঞতা নিজের মুখেই শেয়ার করলেন এই ভারত ওপেনার।
কিংস ইলেভেন পাঞ্জাব এর পোস্ট করা একটি ভিডিওতে রাহুল বলছেন, “দীর্ঘদিন পর ব্যাট হাতে 22 গজে নামতে পেরে আমি খুবই খুশি। তবে দুবাইয়ের তাপমাত্রা অত্যন্ত বেশি, আমাদের এত বেশি তাপমাত্রায় অনুশীলন করার অভ্যাস নেই। সাধারণত আমরা এর থেকে কম তাপমাত্রায় অনুশীলন করে থাকি।” উল্লেখ্য, এই মুহূর্তে দুবাইয়ের তাপমাত্রা 45° এর কাছাকাছি, আর এই তাপমাত্রায় ভাবাচ্ছে প্রত্যেকটি দলকে।