বাংলাহান্ট ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির বায়োপিক “ধোনি দ্য আনটোল্ড স্টোরি”-র একটি সংলাপ খুবই জনপ্রিয় হয়েছিল, সেটা হল ‘মাহি মার রাহা হ্যায়।’ তবে এই সংলাপটি শুধুমাত্র কল্পনার স্তরেই সীমাবদ্ধ নেই, বাস্তবেও মিল রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন মারতে শুরু করেন তখন বোলাররা শুধু হাঁ করে দেখেন, এর থেকে বেশি কিছু আর করার থাকে না।
কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর কখনোই দেশের জার্সি গায়ে দেখা যাবে না ধোনিকে। 2011 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সকল তারকারই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ধোনির বিদায় জানানো যেন আরও অনেক বেশি কষ্ট দায়ক ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। কিন্তু ফের দেখা গেল সেই পুরনো মহেন্দ্র সিং ধোনিকে। যিনি একটানা একের পর এক গগনচুম্বী ছক্কা মেরে যেতে পারেন।
এক বছরেরও বেশি সময় ধরে বাইশ গজের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দুবাই পৌছেই সেই পুরনো ছন্দে পাওয়া গেল ধোনিকে। আসন্ন আইপিএল খেলার জন্য ইতিমধ্যেই দুবাইতে প্র্যাকটিস শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসে দেখা গেল সেই পুরোনো মাহিকে। একের পর এক গগনচুম্বী ছক্কা মারছেন ধোনি, আর মাঠে উপস্থিত সকলে শুধু হা করে তাকিয়ে রইলেন ধোনির দিকে।