দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে অনুশীলনের অনুমতি পেল কেকেআর-মুম্বাই

বাংলাহান্ট ডেস্কঃ আবুধাবির কোভিড প্রটোকল নিয়ে ব্যাপক টানাপোড়েন। সমস্যায় পড়েছে আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবিতে পৌঁছে নিয়মমতো আইসোলেশনে থাকার পর অবশেষে আইসোলেশন পর্ব শেষ হয়ে গিয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি দলের। কিন্তু তবুও মাঠে নামার অনুমতি পাইনি কেকেআর এবং এমআই। আর এই নিয়েই চরম সমস্যা দেখা দিয়েছিল আইপিএলে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুযায়ী আমিরশাহী পৌঁছে প্রত্যেকটি দলকে ছয় দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে তারপরই তারা মাঠে অনুশীলন করতে পারবেন। কিন্তু আইসোলেশন পর্ব শেষ হওয়ার পরেও কলকাতা এবং মুম্বাই দুই দল মাঠে নেমে অনুশীলন করার অনুমতি পাননি। জানা গিয়েছিল সৌদি আরব প্রশাসনের নিয়ম অনুযায়ী 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ছয় দিনের আইসোলেশন পর্ব শেষ হওয়ার পরেও আরো সাত দিন ঘর বন্দী অবস্থায় থাকতে হবে দীনেশ কার্তিক, রোহিত শর্মাদের। এই নিয়ে বৃহস্পতিবার দিনভর নাটক চলে।

17842174aa257c84dd314c84d6744612551531a6e8d514fbc664a5201b24b78ae9356110

অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে। বোর্ড সূত্রে জানানো হয়েছে এই খবর পাওয়ার পরেই দুবাই উড়ে গিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি গিয়ে পরিস্থিতি সামাল দেন। ব্রিজেশ প্যাটেলের তত্ত্বাবধানেই অনুশীলনে নামার অনুমতি পেয়েছে এই দুই দল।


Udayan Biswas

সম্পর্কিত খবর