বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচন। সবেতেই গো হারান হার বিজেপির। আর হেরে গিয়ে এই হারের কারণ ব্যাখ্যা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই হারের কারণ ব্যাখ্যা করে শাসক দলকে দুষলেন দিলীপ ঘোষ।
কিছুদিন পর চীনের মতই অবস্থা হবে বাংলার, এমন মন্তব্য করতেও শোনা দিলীপ ঘোষকে। তিনি বলেন, ‘কিছুদিন পর এক পার্টি গণতন্ত্র হয়ে যাবে বাংলায়, ঠিক চীনের মত। এখানে অন্য কেউ নির্বাচনে লড়তে পারবে না। আলাদা কূটনীতি কাজ করে নির্বাচনের সময়, আর তা শেষ হতেই অন্যরকম’।
তিনি আরও বলেন, ‘কোন সিদ্ধান্তিক ব্যাপার নয় বাই ইলেকশনটা, এটা একটু ব্যতিক্রম। পার্টির আদর্শের জন্যই কাজ করে কর্মীরা। নির্বাচন, প্রচার কোন কিছুই করতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রার্থীকে ভোট দিতেও বাঁধা দেওয়া হচ্ছে না। আর কে কবে বাই ইলেকশনে জিতেছে? কাউকেই জিততে দেবে না’।
প্রসঙ্গত জানিয়ে রাখি, উপনির্বাচনে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ী হয়েছেন ৬৩,৮৯২ ভোটে। খড়দহে ৯৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটের ব্যবধানে গোসাবায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ফলাফল শেষে দেখা যায় সব কটি আসনেই বিরাট ব্যবধানে জয়ী হয় তৃণমূল প্রার্থী। এমনকি দিনহাটা, খড়দহ এবং গোসাবা কেন্দ্রে জামানত বাজেয়াপ্তও হয় বিজেপির।