বাংলাহান্ট ডেস্কঃ বছর দেড় পার হয়ে গেলেও, এখনও আসেনি ট্যাব (tab) কেনার টাকা। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ে আবেদন করলেও, এখন হাতে পায়নি ট্যাব কেনার টাকা। এই অভিযোগেই বিক্ষোভ দেখিয়ে স্কুলের গেটে তালা ঝলালো হাওড়ার জগতবল্লভপুরের (jagatballabhpur) বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার পড়ুয়ারা।
পড়ুয়াদের দাবী, তাঁরা দ্বাদশ শ্রেণি পাস করে গেলেও এখনও পর্যন্ত পায়নি ট্যাব কেনার টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত, তাঁরা আবেদন করলেও, পেরিয়ে গেছে দেড় বছর। কিন্তু সেই টাকা আসার কোন নাম গন্ধ নেই। মোট ৪৫ জন পড়ুয়া আবেদন করলেও, তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাব কেনার টাকা।
এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। স্কুলের গেটে তালা দিয়ে, সামনের রাস্তায় বেঞ্চ নিয়ে বসে প্রতিবাদ দেখাতে থাকে তাঁরা। যার জেরে প্রায় ঘণ্টা খানেকে জন্য বন্ধ হয়ে যায় আমতা রোড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশ এবং বিক্ষোভকারী পড়ুয়াদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
তবে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নান্দীক মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গতবছর ট্যাবের টাকা বাবদ ৪৫ জন পড়ুয়ার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। তাঁদের নামে চেক আসার কথা থাকলেও, তা আসেনি। আমরা এবিষয়ে জেলা শিক্ষা দফতরের সঙ্গে কথা বলব’।
প্রসঙ্গত, করোনা আবহে ছাত্রছাত্রীদের পড়াশুনায় যাতে বিঘ্ন না ঘটে সেইজন্য দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীকে ট্যাব কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একসঙ্গে এত পরিমাণ ট্যাব না পাওয়ার কারণে ঠিক করা হয় দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর এই ভাবে বছর বছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার করে টাকা দেবে রাজ্য সরকার।