অবশেষে দিল্লি থেকে এল চিঠি! অভিষেকের ধর্না কর্মসূচীর পর যা বলল কেন্দ্র… শোরগোল তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ গত অক্টোবর মাসে তৃণমূলের (Trinamool Congress) ধর্নায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর (Delhi) মাটি। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাংলার বকেয়া পাওনা আদায়ের দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে পৌঁছে যায় বাংলার শাসকদল। দলের সমস্ত সাংসদকে একজোট করে দুদিন ব্যাপী ধর্নায় বসেছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতির ময়দান। তারপর পেরিয়ে গিয়েছে বেশ কিছু দিন। অবশেষে দিল্লি থেকে এল চিঠি (Letter from Central Government)।

nabanna

সূত্রের খবর, গত বুধবার রাজ্যের পঞ্চায়েত দফতরকে এই নিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। যেখানে বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। কেন্দ্র তরফে জানানো হয়েছে, গত মার্চ মাসের ২৭ তারিখ বাংলায় কেন্দ্রের টিম এসেছিল। বাংলার তিন জেলায় সেই টিমের অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতি উঠে এসেছে। চিঠিতে জানানো হয়েছে মার্চ মাসে রাজ্য সরকার একটি অ্যাকশন টেকেন রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের পরই কেন্দ্রের টিম রাজ্যে আসে।

আরও পড়ুন: ফের রুটিনে পরিবর্তন! পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা? কবে থেকে শুরু? বিরাট আপডেট

কোন তিন জেলায় অসঙ্গতির অভিযোগ?

কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, কালিম্পং, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম সঠিকভাবে মানা হয়নি। এর মধ্যে কালিম্পং জেলায় কেন্দ্রীয় টিম প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সার্ভে করে দেখে। আবাস যোজনার ৭টি বাড়ি সার্ভে করে দেখা যায় তার তার মধ্যে ৩ বাড়িতে যোজনার লোগো লাগানো ছিল না। পাশাপাশি রঙের বদলে নিয়ম ভঙ্গ করে টাঙানো ছিল ফ্লেক্স।

ওদিকে নদিয়ায় আবাস যোজনার সমীক্ষা সঠিকভাবে করা হয়নি। ভোক্তার নাম তালিকাভুক্ত করার আগে সব রকম তথ্য যাচাই না করেই নাম পাঠিয়ে দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করে সরকারি চাকুরীজীবিদেরও সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ওদিকে, দক্ষিণ ২৪ পরগন জেলাতেও আবাস যোজনার বাড়ি নিয়ে প্রশ্ন ওঠে।

গুটি কয়েক অভিযোগেই বন্ধ টাকা

তবে কেবল এই তিন জেলায় নয়, পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, কালিম্পং, দার্জিলিং ও নদিয়ায় সার্ভে করে আরও বেশ কিছুক্ষেত্রে অসঙ্গতি উঠে আসে। যদিও তা হাতে গোনা কিছু অভিযোগ। রাজ্য সরকার বারংবার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। এরই মধ্যে এতদিন পর কেন্দ্রের এই চিঠি আসায় অভিযোগ উঠছে পাল্টা অভিযোগ উঠছে আরও বেশি।

আরও পড়ুন: অভিষেকের ৬ হাজার পাতার নথি ঘেঁটে কাদের তলব করছে ED? জানলে চমকে উঠবেন

abhishek delhi

অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। যদিও কেন্দ্রীয় টিম আসার ৭ মাস পর কেন এই অসঙ্গতির কথা চিঠি দিয়ে রাজ্যকে জানানো হল সেই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। আর এই গুটি কয়েক অভিযোগের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা আটকে রাখা হয়েছে রাজনৈতিক অভিপ্রায়ের প্রসঙ্গই তুলছে ওয়াকিবহাল মহল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর