বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পরই বড়সড় টানাপোড়েন মেঘালয়ের (Meghalaya) রাজনীতিতে ! সোমবার রাজ্যে তৃণমূলের এক-সহ মোট তিন বিধায়কের পদত্যাগ (Resignation) ঘোষনা। যোগদানের ইঙ্গিত বিজেপিতে।
মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election), হাতে মাত্র গোনা ৩ মাস সময় । এরই মাঝে হঠাৎ পদত্যাগ পথে হাঁটলেন রাজ্যের তিন বিধায়ক। সূত্রের খবর তৃণমূলের ১ সহ, মেঘালয়ের শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দুই বিধায়ক পদত্যাগ করেছেন। সোমবার মেঘালয় বিধানসভা সচিব অ্যান্ড্রু সাইমন জানিয়েছেন, পদত্যাগী বিধায়কদের মধ্যে এনপিপির ফেরলিন সাংমা এবং বেনেডিক মারাকের পাশাপাশি রয়েছেন তৃণমূলের সাংপ্লিয়াং। তাদের সকলেরই ইস্তফা গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে ২০২১ এর নভেম্বরে বড়সড় ঝটকা দিয়ে ১১ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই তালিকাতেই ছিলেন মৌসিনরামের বিধায়ক সাংপ্লিয়াং। এদিন এ প্রসঙ্গে তার বক্তব্য , ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন কর্মসূচির প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই আমরা তিন জন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
Ahead of the 2023 assembly polls in Meghalaya, three MLAs- two legislators of the ruling National People's Party (NPP) and one of the opposition TMC resigned from the Meghalaya Legislative Assembly today.
— ANI (@ANI) November 28, 2022
সূত্রের খবর, এই তিন পদত্যাগী বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে । তবে এখনো পর্যন্ত তাদের তরফে এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয় নি। বিধানসভা ভোটের আগে তৃণমূলের ১ সহ এই তিন বিধায়ককে নাম এবার বিজেপির ঝুলিতে ঢোকে কি না সেটাই দেখার জন্য উদগ্রীব রাজনৈতিক মহল।