গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি ভুবন, আর গান গাইতে পারবেন? জানালেন ‘বাদাম কাকু’র ভাই

বাংলাহান্ট ডেস্ক: সবে প্রচারের আলোয় আসতে শুরু করেছিলেন ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)। বিভিন্ন জায়গায় গান গাওয়ার ডাক পাচ্ছেন, তাঁর ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের স্বত্ব কেনা হয়েছে। তিন লক্ষ টাকার চুক্তি করে নিজেকে ‘সেলিব্রিটি’ বলে ঘোষনা করেছিলেন সহজ সরল মানুষটা। এর মাঝেই বড়সড় অঘটন। গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি হলেন ভুবন।

জানা যাচ্ছে, গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন ভুবন বাদ‍্যকর। সম্প্রতি একটি সেকেন্ড হ‍্যান্ড চারচাকা কিনেছিলেন তিনি। সেটাই চালানো শিখছিলেন তিনি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ভুবনের গাড়ি। বুকে ও মুখে আঘাত পান তিনি।

IMG 20220228 231631
সঙ্গে সঙ্গে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভুবনকে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বুকের এক্স রে করা হয়েছে বলে খবর। তবে এখন তিনি সুস্থ আছেন বলে খবর। তাঁর ভাই বাংলাহান্টের সাংবাদিককে জানান, আগের থেকে অনেকটাই সুস্থ ভুবন।

চিকিৎসক জানিয়েছেন আঘাত গুরুতর নয়। আবার গানও গাইতে পারবেন তিনি। ভুবন বাদ‍্যকরের হঠাৎ এমন দুর্ঘটনার খবরে চিন্তায় তাঁর অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে উঠুন ‘বাদাম কাকু’, এমনটাই প্রার্থনা করছেন নেটনাগরিকরা।

আগে ‘বাদাম কাকু’ বলে পরিচিত হলেও এখন যেভাবে ভুবনের জনপ্রিয়তা দিকে দিকে ছড়িয়ে পড়ছে তাতে তাঁর আসল নামটাও একই রকম ভাবে ভাইরাল হয়ে গিয়েছে। খ‍্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকেও সমানে বদলে চলেছেন ভুবন।

ভুবন বাদ‍্যকর আগেই জানিয়েছিলেন, বাদাম  বিক্রেতা থেকে এখন তিনি গায়ক। শুধুই গায়ক।সম্প্রতি বীরভূমের ইলামবাজারের সংস্থা গোধূলিবেলা মিউজিক কোম্পানির সঙ্গে তিন লক্ষ টাকার চুক্তি করেছেন ভুবন। উল্লেখ‍্য, এই কোম্পানিই তাঁর গানটিকে প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে।

‘সেলিব্রিটি’ হয়ে যাওয়ায় আর বাদাম বিক্রি করবেন না বলে জানিয়েছিলেন ভুবন। নতুন নতুন গান বাঁধবেন আর গাইবেন। ভুবনের আশা ‘কাঁচা বাদাম’ এর মতো অন‍্য গানগুলিও ভাইরাল হবে। শহরের এক নামী রেস্তোরাঁ ও হোটেলে পারফর্ম করেছেন ভুবন। পাশাপাশি গায়িকা ইমন চক্রবর্তীর ‘বসন্ত উৎসব’এও গান গেয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর