বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বৃষ্টির মুখ দেখল শহরবাসী। সকাল থেকেই কালো হয়ে রয়েছে আকাশ, হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা বাড়তে পারে আরও। আবহাওয়া দফতর জানিয়েছে বজ্র্ বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
হাতে কলমে বহু আগে বর্ষা ঢুকলেও, তার রেশ পাইনি রাজ্যবাসী। বর্ষায় বৃষ্টি না হওয়ায় অসুবিধায় পড়ে গিয়েছিলেন চাষিরা। তবে গত কয়েকদিন ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে বর্ধমান, হুগলি ও বীরভূমের বিভিন্ন জায়গা, অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চাষিরা। কলকাতা সহ দুই ২৪ পরগনার ভাগ্য ফেরেনি তখনো, বেলার দিকে রোদের তাপ বাড়তে অস্বস্তিতে ভুগছিলেন সকলে। এবার সেই অস্বস্তি থেকে মুক্তি, আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতরের জানিয়েছে, দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে।