মার্কিন সফর শেষে ‘রিটার্ন গিফট’ আনছেন প্রধানমন্ত্রী মোদী, দেশে ফিরছে চুরি যাওয়া ১৫৭ টি পুরাতন সামগ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন সফর শেষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। শনিবার দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে সওয়ার হন প্রধানমন্ত্রী মোদী। তবে বন্ধু দেশ থেকে ফিরে আসার সময় বেশ কিছু উপহার সঙ্গে করে নিয়ে আসেন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই উপহারের প্রশংসাও করেন মোদী জি।

ভারত থেকে চুরি যাওয়া বা চোরাচালান হিসেবে আমেরিকায় পাচার হয়ে যাওয়া ১৫৭ টি প্রত্নসামগ্রী ও পুরাকীর্তি (Artefacts and Antiquities) দেশে ফিরিয়ে আনছেন প্রধানমন্ত্রী মোদী। এই সামগ্রী আবারও ফিরে যাবে দেশের সম্পত্তি ভান্ডারে।

জানা গিয়েছে, এই সকল শিল্পকর্মগুলো ১১-১৪ তম খ্রিষ্টাব্দে তৈরি করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ৭১টি সংস্কৃতিক নিদর্শন এবং বাকি গুলি হল মূর্তি। এর মধ্যে হিন্দু ধর্মের ৬০ টি, বৌদ্ধ ধর্মের ১৬ টি এবং জৈন ধর্মের সঙ্গে জড়িত ৯ টি মূর্তি বা পুরা কীর্তি রয়েছে। যা ধাতু, পোড়ামাটি, পাথর, ব্রোঞ্জের তৈরি মূর্তি।

এর মধ্যে রয়েছে নটরাজ, চব্বিশ তীর্থকংশী, দ্বাদশ শতাব্দীর তীর্থঙ্কসী এবং ব্রোঞ্জের তৈরি বিষ্ণু, শিবের প্রধান মূর্তি, লক্ষ্মী নারায়ণ, বিষ্ণু মূর্তিও পাওয়া গিয়েছে।

আমেরিকা থেকে এই সমস্ত প্রাচীন ঐতিহ্য ফিরে পেয়ে বন্ধু বাইডেনকে অসংখ্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি বাইডেনকে এই অবাধ চুরি বন্ধ করার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রাপ্ত শিল্পকর্মগুলোর মধ্যে পাওয়া গিয়েছে ১০ শতকের রেভান্তার দেড় মিটার রেভান্তার বেস রিলিফ প্যানেল থেকে শুরু করে ১২ শতাদ্বীর তৈরি বেলে পাথরের নটরাজের মূর্তি, উচ্চতা প্রায় ৮. ৫ সেন্টিমিটার।

সম্পর্কিত খবর

X