বাংলা হান্ট ডেস্কঃ বহু সময়, দীর্ঘ টানাপোড়েন শেষে দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হচ্ছে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। ২০২২ সালে রাখি পূর্ণিমার দিন সকালে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন কেষ্ট। এবার ২০২৩ দোলের দিন সকালে শুরু রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি।
সকাল থেকে তাকে ঘিরে সরগরম ছিল আসানসোল জেল চত্বর। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল সমস্ত জায়গা। সূত্রের খবর, আজ সকাল ৬টা ৫২ নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় তাকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই নগরীতে আনা হচ্ছে অনুব্রতকে। অন্যদিকে, অনুব্রত জেল থেকে বেরোতে না বেরোতেই গোবর জল হাজির বিরোধীরা (Oppositions)।
মঙ্গলবার সকালে কেষ্ট কলকাতার পথে রওনা দিতেই গোবর জল দিয়ে আসানসোল জেলের গেটের বাইরে পরিষ্কার করছেন বিরোধী কর্মীরা। গোবর জল দিয়ে চলছে শুদ্ধিকরণের (Purification Work) কাজ। অন্যদিকে, এ দিন সকাল থেকে জেলের বাইরে অনুব্রতকে সমর্থন জানাতে কোনও তৃণমূল কর্মী বা সমর্থকের দেখা পাওয়া যায়নি। সেই নিয়েও সুর চড়িয়েছে বিরোধী শিবির।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে ইডির (ED) আর্জিতে সায় দিয়ে কেষ্টর দিল্লি যাত্রার অনুমতি দিয়েছেন আসানসোল বিশেষ আদালত। সেই নির্দেশ মতোই একেবারেই দেরী না করে দোল পূর্ণিমার সকালেই ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু। বর্তমানে কেষ্টকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়।
বহু টানাপোড়েনের পর রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই নগরীতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। সেখানে পৌঁছে প্রথমে জোঁকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবে নেতার। হাসপাতাল থেকে ফিটনেস সার্টিফিকেট পেলেই তাকে তুলে দেওয়া হবে ইডি-র হাতে। তারপর আজই অনুব্রতকে নিয়ে দিল্লির পথে রওনা দেবে ইডি। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্তমানে দুর্গাপুর পেরিয়ে কলকাতার পথে ধাবমান অনুব্রতর গাড়ি।