বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি iPhone প্রস্তুতকারী Apple-কে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সেই তালিকায় যুক্ত হল Samsung-ও। ইতিমধ্যেই ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যদি ওই কোম্পানিগুলি আমেরিকায় তাদের স্মার্টফোন তৈরি না করে, তাহলে তাদের ওপর ২৫ শতাংশের আমদানি শুল্ক (ট্যারিফ) চাপানো হবে।
কী জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump):
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে ট্রাম্প (Donald Trump) স্পষ্ট করে বলেন, “এটি কেবল Apple-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, এই বিষয়টি Samsung থেকে শুরু করে আমেরিকায় ফোন বিক্রি করে এমন যেকোনও কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি তারা আমেরিকায় একটি কারখানা স্থাপন করে তাহলে কোনও শুল্ক থাকবে না। কিন্তু যদি তা না হয় সেক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অন্যথায়, এটি ন্যায্য হবে না।”
ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প (Donald Trump) বলেন, “আমি ইতিমধ্যেই Apple-এর সিইও টিম কুককে বলেছি যে আমেরিকায় বিক্রি হওয়া iPhone-গুলি এখানে তৈরি করা উচিত। ভারত বা অন্য কোনও দেশে নয়। যদি এটি না ঘটে, তাহলে Apple-কে আমেরিকায় ন্যূনতম ২৫ শতাংশ কর দিতে হবে।” ওই পোস্টটির পরেই Apple-এর শেয়ারের দাম ২.৬ শতাংশ কমে যায়। যার ফলে কোম্পানির মার্কেট ক্যাপ ৭০ বিলিয়ন ডলার কমে যায়।
iPhone তৈরি নিয়ে উদ্বেগ বাড়ছে: জানিয়ে রাখি যে, Apple বর্তমানে তাদের iPhone উৎপাদন চিন থেকে ভারতে স্থানান্তর করছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ iPhone-এর “Country of Origin” এখন ভারত হবে, চিন নয়। মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধের পটভূমিতে এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের দৌড়ে বুমরাহকে কীভাবে টেক্কা দিলেন গিল? জানালেন আগরকার
Samsung-এর অবস্থা: এদিকে, Samsung-এর পরিস্থিতি একটু ভিন্ন। এই কোম্পানিটি ২০১৯ সালে চিনে তাদের শেষ ফোন উৎপাদন কারখানা বন্ধ করে দেয়। বর্তমানে, Samsung-এর স্মার্টফোনগুলি ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে তৈরি করা হয়। Samsung চিনের ওপর নির্ভরশীল নয়। তবুও ট্রাম্পের মতে, শুধুমাত্র আমেরিকায় উৎপাদনকারী কোম্পানিগুলিই শুল্ক থেকে অব্যাহতি পাবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: