বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বাংলাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি (BJP)। দফায় দফায় বাংলা পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, আরামবাগ, কৃষ্ণনগরের রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটপূর্বে প্রধানমন্ত্রীর ঘনঘন বাংলা সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করে গেছেন নরেন্দ্র মোদী। গত নির্বাচনে হেরে যাওয়া এই দুই কেন্দ্র কি ‘মোদী ম্যাজিক’এ উতরে যাবে? জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তবে এখানেই শেষ নয়, আগামী বুধবার সভা হওয়ার কথা বারাসতে। এই সভায় সন্দেশখালিতে নির্যাতিত হিন্দু মহিলাদের সাথে কথাও বলতে পারেন তিনি।
ভোটপূর্বে মহিলাদের মন পেতে খোদ প্রধানমন্ত্রীর বারাসতে সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক কারবারিরা। বিজেপি সূত্রে খবর, ৬ মার্চ এই সভা সেরেই ৯ মার্চ প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। এইদিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন, ‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরে আসার কথা আছে। প্রধানমন্ত্রীকে দিয়ে একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে আমাদের। তাই দলীয় প্রক্রিয়াও শুরু হয়েছে।’
আরও পড়ুন : মহা সঙ্কটে সাংসদ-বিধায়করা, ‘ভোটের বদলে নোট’ কাণ্ডে কোনও রক্ষাকবচ নয়, রায় সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের লজ্জাজনক হার আজও মেনে নিতে পারেনি বঙ্গবিজেপির কর্মীরা। ভোট পরবর্তী হিংসার জেরে কত মানুষ যে আজও ঘরছাড়া তার ইয়ত্তা নেই। আর তাই এবার বিজেপির নেতা কর্মীদের মনোবল বাড়ানোর জন্য সবরকম প্রয়াস করে চলেছে কেন্দ্রীয় বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মূলত নীচুতলার কর্মী এবং জনসংযোগ বাড়ানোর জন্যই দফায় দফায় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : যেন বারুদের পাহাড়! মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে উদ্ধার প্রচুর বোমা তৈরির মশলা, চাঞ্চল্য এলাকায়
সূত্রের খবর, এইদিন শিলিগুড়িতে জনসভার পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই শিলিগুড়ি পলিটেকনিক কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনীর একটি দল পৌঁছে গেছে। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, ভোট প্রাক্কালে মোট চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে শিলিগুড়িতে।