বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নাকি প্রাণে মেরে ফেলার ছক কষা হচ্ছে। সম্প্রতি এমনই এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন অর্জুন সিং (Arjun Singh)। প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করে অর্জুন সিং অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সহ রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশ আছে। পুলিশ সূত্রে খবর এই দাবি প্রকাশ্যে আসার পরেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তাঁর অভিযোগের ভিত্তিতেই শুক্রবারের মধ্যে বারাকপুরের প্রাক্তন সাংসদকে থানায় তলব করা হয়েছে।
বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে অর্জুন সিং (Arjun Singh)
প্রসঙ্গত, বুধবার ভাটপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি (Arjun Singh)। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন অর্জুন সিং। অভিযোগ করেন, ‘শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ি ঢুকিয়ে আইডি ব্লাস্ট করানো যেতে পারে। এমনকি পাবলিক প্রোগ্রামে থাকলেও রাসায়নিক স্প্রে করা হতে পারে শুভেন্দুর ওপর। তাছাড়া এখন অনেক অনলাইন সংবাদমাধ্যম রয়েছে।
তাই ভুয়ো সাংবাদিক সেজেও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলেই দাবি করেছেন অর্জুন সিং (Arjun Singh)। এরপরেই এদিন পুলিশ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করেই বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। তাঁর কথায়, ‘শুভেন্দু অধিকারীই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট। তাঁর মত কেন্দ্রীয় সরকারের কড়া নিরাপত্তা পাওয়া ব্যক্তিকে রাজ্য এজেন্সির সাহায্য ছাড়া খুন করা সম্ভব নয়।’
একইসাথে এদিন অর্জুন সিং দাবি করেছেন, হামলাকারীদের সেভ প্যাসেজ করে দিতেই দু-তিনজন আইপিএসকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সিভিক ভলান্টিয়ারের নামে স্টেট এজেন্সিতে জেহাদি ঢুকিয়েও নাকি জাল পাসপোর্ট, আর আধার কার্ড বানানো হচ্ছে বলে দাবি করেছেন অর্জুন সিং। তারপরেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি।
আরও পড়ুন: ফের কথা রাখছেন মমতা! একগুচ্ছ সরকারি পরিষেবায় উপকৃত হবেন ২০ হাজার, কারা পাবেন?
পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রসঙ্গে এদিন তিনি বলেছেন, ‘আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সম্মান আছে। তাঁর নামে এমন কথা বলায় আমার খারাপ লেগেছে। অর্জুন সিংয়ের কাছে কোনও প্রমাণ নেই তবুও যখন যা ইচ্ছে বলে দিচ্ছেন এটা ঠিক নয়। এছাড়া ২০১৯ সালের পর জগদ্দল, ভাটপাড়ায় বিরাট গণ্ডগোল হয়েছিল। এখন এসব মন্তব্য করে তিনি আবার গোটা এলাকা অশান্ত করে তুলতে চাইছেন তিনি।’
পুলিশ সূত্রে খবর, অর্জুন সিংকে ই-মেল মারফত নোটিস পাঠানোর পাশাপাশি বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিস পাঠিয়েছে জগদ্দল থানার পুলিশ। তবে জানা যাচ্ছে অর্জুন সিং এখন রাজ্যে নেই, তাই এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।