বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ জল্পনা-কল্পনার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জানা যাচ্ছে, আজ বিকেলেই কেজরিওয়াল ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। কেজরিওয়ালের পর দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর (Chief Minister) চেয়ারে বসতে চলেছেন অতিশী।
মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন কেজরিওয়াল (Arvind kejriwal)
এতদিন দিল্লির শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানো অতিশী প্রথম থেকেই এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। শিক্ষা দপ্তরের পাশাপাশি অতিশী এতদিন সামলে এসেছেন অর্থ, পূর্ত, রাজস্ব দপ্তর। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে আজ বিকেল ৪ টায় ইস্তফা দিতে চলেছেন।
কেজরিওয়াল নিজের ইস্তফা পত্র তুলে দেবেন উপ রাজ্যপালের হাতে। জানা যাচ্ছে, আপাতত দিল্লির উপ মুখ্যমন্ত্রীর পদে কাউকে বসানো হবে না। কেজরিওয়ালের বাসভবনে মঙ্গলবার সকালে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনকে নিয়ে একটি বৈঠকের আয়োজন হয়। সেখানেই শেষমেষ নির্ধারিত হয় অতিশীর (Atishi Marlena) নাম।
আরোও পড়ুন : বিকেল ৪টেয় পদত্যাগ! বিনীতের পর নতুন পুলিশ কমিশনার কে হবেন? প্রকাশ্যে চার নাম
সুপ্রিম কোর্ট থেকে সম্প্রতি আবগারি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জামিন পাওয়ার পর কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হয় জেল থেকে। জেল থেকে ছাড়া পাওয়ার পরই কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসার ঘোষণা করেন। কেজরিওয়াল বলেছেন, বিধানসভা নির্বাচনে ফের জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে চান। তাই তিনি ইস্তফা দিচ্ছেন।
কেজরিওয়াল সোমবার আপ নেতাদের পাশাপাশি বৈঠক করেন মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছিল অতিশী এবং কৈলাশ গেহলতের নাম। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, মণীশ সিসোদিয়া সমর্থন জানান কেজরিওয়ালের ‘ঘনিষ্ঠ’ অতিশীকে। শেষমেষ মুখ্যমন্ত্রী পদে সিলমোহর দেওয়া হয় অতিশীর নামে।