শুধু আবাসের বাড়িই নয়, এবার জমিও দিচ্ছে রাজ্য সরকার! বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ শুরু থেকেই বাংলার আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের সমীক্ষা নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। জেলা স্তর থেকে ব্লক স্তর বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। বারবার অভিযোগ করা হয়েছে যোগ্যদের বঞ্চিত করে যাদের আগে থেকে বাড়ি রয়েছে তাদের জন্যই বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। সেই অভিযোগ যে ভিত্তিহীন নয় এবার সেটাই প্রমাণ হয়ে গেল আরও একবার।

আবাসের (Awas Yojana) টাকা দেওয়ার পর, এবার জমির ব্যবস্থা করবে সরকার

পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর বাংলার আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে এমন মোট ১২ হাজার উপভোক্তা রয়েছেন যারা টাকা পেয়েও বাড়ি করতে পারছেন না জমি না থাকার জন্য। এবার ওই সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরি করার টাকা দেওয়ার পাশাপাশি জমির ব্যবস্থাও করে দিতে চলেছে পঞ্চায়েত দপ্তর। এই মর্মে ইতিমধ্যেই প্রত্যেক জেলায় জেলায় পাঠানো হয়েছে নির্দেশিকা। কিন্তু প্রশ্ন হল বাংলার বাড়ি প্রকল্পের অন্যতম শর্তই হলো নিজের নামে জমি থাকা বাধ্যতামূলক। এখানেই প্রশ্ন উঠছে, যাদের নিজের নামে কোনো জমিই নেই তারা আবাস যোজনা প্রকল্পের টাকা পেলেন কি করে? আর এই সূত্রেই উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ।

জানা যাচ্ছে, যে ১২ হাজার উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না, জেলা শাসককে তাদের জন্য ইতিমধ্যেই জমির ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। জানা যাচ্ছে,যে যেখানে থাকেন তার কাছাকাছি খালি জমি চিহ্নিত করে সেখানেই বাড়ি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে জমি না থাকলে বাংলার বাড়ি প্রকল্পের (Awas Yojana) জন্য তারা কি করে যোগ্য উপভোক্তা বলে বিবেচিত হলেন?

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় আপডেট! কোথায় চালু হবে ‘মিনি মোবাইল ক‌্যাম্প’?

বিরোধীদের দাবি এটা একটা বিরাট বড় দুর্নীতি। তৃণমূলের এমন অনেকেই বাড়ি তৈরির টাকা পেয়েছেন যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে। আবার অনেকের নতুন বাড়ি করার মত কোন জমি নেই তারাও অন্যের মাটির বাড়িকে নিজের বলে দেখিয়েছেন। এই সরকারি প্রকল্পে (Awas Yojana) তাদেরও টাকা পাইয়ে দেওয়া হয়েছে। আর এখন তারাই জমির অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না। এবার তৃণমূলের সেই সমস্ত ‘খাস লোকেদের’ জন্য বাড়ি তৈরির টাকার পাশাপাশি জমিরও ব্যবস্থা করে দিতে চলেছে রাজ্য সরকার।

Awas 2

যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকারের দাবি এরা হতদরিদ্র মানুষ। জমিও নেই এদের। তাঁর কথায় মানবিক মুখ্যমন্ত্রী এদের জন্য এবার জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল যার জমি নেই সে কি করে আবাস প্রকল্পের টাকা পাচ্ছেন? তাছাড়া তার জন্য তো আরও অন্যান্য প্রকল্পের সুবিধা রয়েছে। তাহলে তাকে আবাসের আওতায় আনা হচ্ছেই বা কেন? সেইসাথে প্রশ্ন উঠছে আগামী দিনেও যদি এমন জমিহীন মানুষরা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন তাহলে তাদের আবেদনও কি মঞ্জুর করে দেওয়া হবে?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর