দুম করেই বন্ধ হয়ে যাচ্ছে আরও এক মেগা! ‘বঁধুয়া’র পর এবার কোপ পড়ল কোন সিরিয়ালে?

বাংলা হান্ট ডেস্ক : টেলিভিশনের পর্দায় এখন নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ধুম। একটা সিরিয়াল (Bengali Serial) শেষ হতে না হতেই জায়গা নিচ্ছে নতুন মেগা। স্টার জলসা থেকে জি বাংলা প্রতিটি চ্যানেলের ক্ষেত্রে এই একই ছবি। ব্যতিক্রম নয় সান বাংলা কিংবা কালার্স বাংলার মত বিনোদন মূলক চ্যানেলগুলিও। ইতিমধ্যেই নতুন সিরিয়াল ‘রাঙামাতি তীরন্দাজ’-কে জায়গা দিতেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) বঁধুয়া’ শেষ হওয়ার খবর।

‘বঁধুয়া’র পর শেষ হচ্ছে কোন বাংলা সিরিয়াল (Bengali Serial)?

আর এবার দীর্ঘ ৯ মাসের যাত্রা পথে ইতি টেনে শেষ হচ্ছে রাজদীপ-সোহিনি জুটির জনপ্রিয় মেগা ‘দ্বিতীয় বসন্ত’ (Dwitiyo Basanta)। পরিণত বয়সের কাহিনী নিয়ে বছর খানেক আগে সান বাংলার পর্দায় শুরু হয়েছিল এই ধারাবাহিক। সিরিয়ালের প্লট অনুযায়ী মৃত্যু হয়েছে রাজদীপের স্ত্রী। অন্যদিকে সোহিনীকেও  ঠকিয়েছে তার স্বামী।

তবে তাদের দুজনেরই সন্তান রয়েছে। তাই সন্তানের মুখ চেয়েই নতুন শুরু করতে এক হয়েছিল তারা। মঙ্গলবারই এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং শেষ হয়েছে। প্রসঙ্গত সময়ের থেকে এগিয়ে একেবারে ছকভাঙা গল্প নিয়ে তৈরী হয়েছিল রাজদীপ-সোহিনি জুটির এই সিরিয়াল।

তবেএকঝাঁক নতুন সিরিয়ালের ভিড়ে যখন অধিকাংশ মেগা মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে সেখানে এই দ্বিতীয় বসন্ত এতদিন ধরে রমরমিয়ে চলতে থাকায় তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শুটিংয়ের শেষ দিনে সিরিয়ালের গোটা টিম ধরা দিয়েছিল এক ফ্রেমে।

আরও পড়ুন : অভিনয় শিখেছিলেন যার কাছে ‘শাস্ত্রী’ ছবিতে তাঁর কোলেই পা! মিঠুনের সাথে শুটিং-এর অভিজ্ঞতা শোনালেন রজতাভ

সোশ্যাল মিডিয়ায় একরাশ মন খারাপ নিয়েই সিরিয়ালের নায়িকা সোহিনি লিখেছিলেন, ‘আমার মনে হয়েছিল এটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে, কিন্তু আমরা করে দেখিয়েছি। প্রায় এক বছরের যাত্রা শেষে আজ আমি ইমোশন্যাল, মন ভারাক্রান্ত। জাগৃতিকে উপস্থাপিত করতে পারতাম না আমাদের ক্যাপ্টেন (পরিচালক) অমিত না থাকলে, সকলকে অসংখ্য ধন্যবাদ’।

Dwitiyo

জানা যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার টেলিভিশনের পর্দায় শেষ বারের মতো সম্প্রচারিত হবে এই মেগা। তারপরেই আগামী সপ্তাহ থেকেই দ্বিতীয় বসন্তর জায়গা নেবে পায়েল-তথাগত অভিনীত নতুন মেগা ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর