বাংলাদেশের পর বাংলাতেও ভাঙা হল প্রতিমা! ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাশে। মায়ের বিদায়কালে চোখ ভিজেছে সকলেরই। তবে এই আনন্দের মুহূর্তে বেশকিছু বিষাদের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন দিক থেকে। যেমন বাংলাদেশে দুর্গা মন্ডপে কোরানের অবমাননায় অভিযোগে ভাঙচুর করা হয় প্রতিমা। আবার এই প্রতিমা ভাঙার খবর পাওয়া যায় খোদ বাংলা (west bengal) থেকেও।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সেই ঘটনার বিষয় নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি লেখেন, ‘যারা বাংলাদেশের দুর্গাপুজোর উপর দুষ্কৃতী হামলা নিয়ে খুব চিন্তিত,তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ ও তার উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকেই এগোচ্ছে?’

https://twitter.com/UnityCouncilBD/status/1448215985987600387?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448215985987600387%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D372286action%3Dedit

বাংলাদেশের (bangladesh) কুমিল্লা জেলার নানুয়া দীঘিতে একটি দুর্গা পুজো মন্ডপ থেকে হামলার খবর উঠে এসেছিল। যেখানে অভিযোগ করা হয়েছিল, দুর্গা পুজোয় কোরানের (quran) অপমান করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বড় আকার ধারণ করে। অন্যায়ভাবে মন্ডপের ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়। মাঝপথেই অসম্পূর্ণ থেকে যায় দুর্গা পুজো।

এই ঘটনার ছায়া দেখা গেল বাংলাতেও। ভেঙে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রতিমা। এই ঘটনা প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে লেখেন, ‘বাংলাদেশের ঘটনা কি অনুসরণ করছে বাংলা? পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দুর্গা পূজা মণ্ডপের বাইরে পুলিশ মোতায়েন ছিল। বাংলার এই ঘটনায় এখন কি মতামত দিতে চলেছেন সমাজের ধর্মনিরপেক্ষ এবং বুদ্ধি-জীবরা?’

আবার বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Smita Hari

সম্পর্কিত খবর